কোচ পাল্টে দ্বিতীয় বিভাগের দলের কাছেই হারল রিয়াল

স্প্যানিশ ফুটবলে বড় অঘটন। কোপা দেল রের শেষ ষোলোতেই বিদায় নিতে হলো ইউরোপীয় জায়ান্ট রিয়াল মাদ্রিদকে। বুধবার (১৪ জানুয়ারি) রাতে দ্বিতীয় বিভাগের দল আলবাসেতের কাছে নাটকীয় ৩-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে লস ব্লাঙ্কোসরা। বদলি হিসেবে নেমে জোড়া গোল করে ইতিহাস গড়েন আলবাসেতের ফরোয়ার্ড জেফতে বেটানকোর।

কার্লোস বেলমন্তে স্টেডিয়ামে কুয়াশাচ্ছন্ন এক রাতে প্রায় ১৭ হাজার দর্শকের গর্জনে বিদ্যুতায়িত পরিবেশ তৈরি হয়। সেই আবহেই প্রত্যাশার বাইরে গিয়ে ইউরোপীয় শক্তিধর রিয়ালকে হতবাক করে দেয় স্বাগতিক আলবাসেতে। এটি ছিল সদ্য বরখাস্ত হওয়া জাবি আলোনসোর পর রিয়ালের নতুন কোচ আলভারো আরবেলোয়ার অভিষেক ম্যাচ-যা তার জন্য স্মরণীয় না হয়ে দুঃস্বপ্নেই পরিণত হলো।

আলোনসোর বিদায়ের পর দায়িত্ব পাওয়া সাবেক রিয়াল ডিফেন্ডার আরবেলোয়া মূলত দ্বিতীয় সারির দল নিয়ে মাঠে নামেন। ফলে শুরু থেকেই ছন্দ খুঁজে পেতে ভুগতে থাকে রিয়াল। তার ওপর ঘন কুয়াশা ম্যাচের নাটকীয়তা আরও বাড়িয়ে দেয়।

এই ম্যাচে কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহ্যাম ও রদ্রিগোর মতো তারকারা ছিলেন না। গোলরক্ষক থিবো কোর্তোয়া ও অরেলিয়েন চুয়ামেনিও ছিলেন অনুপস্থিত। কাস্তিয়া দল থেকে ডানপ্রান্তের ডিফেন্ডার দাভিদ হিমেনেস ও মিডফিল্ডার হোর্হে সেস্তেরোকে একাদশে জায়গা দেন আরবেলোয়া। আক্রমণের মূল ভরসা ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র।



তবে ম্যাচ শুরুর আগেই অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হন ভিনিসিয়ুস। স্টেডিয়ামের বাইরে তাকে লক্ষ্য করে বর্ণবাদী স্লোগান দেওয়া হয়। ম্যাচ চলাকালীনও ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দুয়ো শুনতে হয়। মাঠে আলবাসেতের খেলোয়াড়দের ডাবল ও ট্রিপল মার্কিংয়ের কারণে নিজের স্বাভাবিক প্রভাব রাখতে ব্যর্থ হন তিনি।

৪২ মিনিটে ম্যাচের প্রথম গোল পায় আলবাসেতে। হোসে লাসোর নেওয়া কর্নার থেকে কাছের পোস্টে জাভিয়ের ভিয়ার মাথার জোরালো হেডে গোল হলে উচ্ছ্বাসে ফেটে পড়ে গ্যালারি। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিরতির ঠিক আগে কর্নার থেকে আর্দা গুলারের ভাসানো বলে ডিন হুইসেনের হেড প্রথমে ঠেকান আলবাসেতের গোলরক্ষক রাউল লিসোয়াঁ। ফিরতি বলে ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো জালে বল জড়িয়ে সমতা ফেরান।

বিরতির পর বলের দখল নেয় রিয়াল মাদ্রিদ। কিন্তু আলবাসেতের পাঁচজনের রক্ষণভাগ ভাঙতে হিমশিম খেতে থাকে তারা। উল্টো প্রতি আক্রমণে বেশ বিপজ্জনক ছিল স্বাগতিকরা। ৭০ মিনিটে রিয়ালের গনসালো গার্সিয়া কাছ থেকে হেড করেও লক্ষ্যভ্রষ্ট হন-যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সুযোগ হতে পারত।

৮২ মিনিটে আবার এগিয়ে যায় আলবাসেতে। বদলি আগুস মেদিনার দূরপাল্লার শট রিয়ালের গোলরক্ষক আন্দ্রি লুনিন অসাধারণভাবে ঠেকালেও কর্নার থেকে বল ক্লিয়ার করতে ব্যর্থ হয় রক্ষণভাগ। সুযোগ পেয়ে জেফতে বেটানকোর জোরালো শটে বল জালে পাঠান।

স্টপেজ টাইমে আর্দা গুলারের ক্রসে গনসালো গার্সিয়ার হেডে ২-২ সমতা ফেরায় রিয়াল। মনে হচ্ছিল ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। কিন্তু জয়ের আশায় আক্রমণে উঠে গিয়ে রক্ষণ ফাঁকা করে ফেলে অতিথিরা।

অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে প্রতি আক্রমণে উঠে একাই রক্ষণ ভেদ করেন বেটানকোর। প্রথম শট দানি কারভাহালের পায়ে ঠেকলেও ফিরতি বলে নিয়ন্ত্রণ রেখে ডান পায়ের অসাধারণ শটে বল জালে পাঠিয়ে আলবাসেতের ঐতিহাসিক জয় নিশ্চিত করেন তিনি।

ম্যাচ শেষে হতাশ কণ্ঠে রিয়াল অধিনায়ক দানি কারভাহাল বলেন, “আমরা একেবারে তলানিতে নেমে গেছি। দ্বিতীয় বিভাগের একটি দলের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছি। হার মানতে হয় বাস্তবতার কাছে। দায়টা আমাদেরই-খেলোয়াড়দের।”

এই পরাজয়ের মাধ্যমে কোপা দেল রে থেকে বিদায় নেওয়ার পাশাপাশি রিয়াল মাদ্রিদের চলমান সংকট আরও প্রকট হয়ে উঠল।

এমআই/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নাজমুল ইসলামের মন্তব্যে শোকজ করল বিসিবি Jan 15, 2026
img
বাহরাইনে প্রবাসীর বাসায় পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসির ব্যাখ্যা Jan 15, 2026
img
বাড়ি থেকে বের হলেই বিতর্ক, মুখ খুললেন মালাইকা Jan 15, 2026
img
আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র Jan 15, 2026
img
নাজমুলের পদত্যাগের দাবিতে কঠোর অবস্থানে ক্রিকেটাররা, মাঠে যাননি কেউ Jan 15, 2026
img
নারায়ণগঞ্জে পথসভা করবেন তারেক রহমান Jan 15, 2026
img
কোন অভিমানে ১৫ বছর বড় পর্দা থেকে দূরে ছিলেন ডলি জহুর? Jan 15, 2026
img
ট্রাম্প সন্দিহান, ইরানে রেজা শাহ পাহলভি কতটা জনপ্রিয়? Jan 15, 2026
img
ডিজিটাল নিরাপত্তা আইন, নঈম নিজামসহ তিনজনের মামলা বাতিলের আদেশ Jan 15, 2026
img
সংগীতশিল্পী ফাতেমাতুজ জোহরার জন্মদিন আজ Jan 15, 2026
img
ভেনেজুয়েলার ওপেকে থাকা নিয়ে কী বললেন ট্রাম্প? Jan 15, 2026
img
বিদ্যুৎ ও জ্বালানি মহাপরিকল্পনা তৈরিতে তাড়াহুড়ো কার স্বার্থে, প্রশ্ন সিপিডির Jan 15, 2026
img
যুক্তরাষ্ট্রের ইরান আক্রমণের সম্ভাব্য ছয়টি পথ Jan 15, 2026
img
৪ দিন আগেই গোপনে কোন কাজ সেরেছেন রাফসান-জেফার? Jan 15, 2026
img
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ কিশোরের Jan 15, 2026
img
ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখার ঘোষণা দিল রাশিয়া Jan 15, 2026
img
ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভায় উচ্চকক্ষের সুপারিশ: আলী রীয়াজ Jan 15, 2026
img
ঘন কুয়াশা ও শীতে বিপর্যস্ত দিনাজপুরের জনজীবন Jan 15, 2026
img
ইসিতে ষষ্ঠ দিনের শুনানি চলছে Jan 15, 2026
img
৭৮টি ঘুমের ওষুধ খেয়েও কীভাবে বেঁচে আছেন অভিনেত্রী দেবলীনা নন্দী! Jan 15, 2026