বলিউডের নতুন যুগল হিসাবে দৃষ্টি আকর্ষণ করেছিলেন তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়া। প্রেমের মুহূর্ত ভাগাভাগি করা, চাঁদ দেখা এবং সারারাত গান করা এই সবই ছিল তাদের সম্পর্কের বিশেষ অংশ। কিন্তু সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে যে, তাদের সম্পর্কের পথও যেন কাঁটায় ভরা।
নূপুর সেননের বিয়ের অনুষ্ঠানে বীর একাই উপস্থিত হন, যা অনুরাগীদের কাছে নতুন প্রশ্নের উদ্রেক করেছে। বলিউডের ঘনিষ্ঠ সূত্রের দাবি, গোপনীয়তা বজায় রেখে বিচ্ছেদ করেছেন তারা ও বীর। তবে এর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। অনেকেই মনে করছেন, এপি ঢিল্লোঁর সঙ্গে মঞ্চে তারার ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি বীর। যিনি সবসময় তার প্রেমিকাকে চোখে হারাতেন, তিনি এখন ‘তারা’হীন।
সম্প্রতি বীর সমাজমাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন, যেখানে লিখেছেন, “ভাল হোক কিংবা খারাপ, সময় বদলাবে নিশ্চয়ই।” এই পোস্ট থেকে বোঝা যায় যে, তিনি মানসিকভাবে খুব ভালো অবস্থায় নেই। অন্যদিকে, তারা সুতারিয়া কোনও অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত নন। সম্প্রতি এপি ঢিল্লোঁর সঙ্গে তারার মঞ্চে ঘনিষ্ঠতা নিয়ে বিতর্ক তৈরি হলে, অভিনেত্রী প্রকাশ্যেই জানান, “সবাই আমার ক্যারিয়ার ও সম্পর্ক নষ্ট করতে উঠে পড়ে লেগেছে।”
তাদের সম্পর্কের পূর্ব ইতিহাসও বিতর্কমুক্ত নয়। তারার জীবনে বীরের আগেও একাধিক প্রেম ভেঙে গেছে। রাজ কপূরের নাতি আদর জৈনের সঙ্গে বিচ্ছেদের ক্ষত প্রলেপান করেছিল বীর। বর্তমানে তারা এবং বীরের সম্পর্ক ঠিক কোথায় দাঁড়িয়েছে, তা নিজেই প্রকাশ করেননি।
পিআর/টিএ