ঝালকাঠি-১ আসনে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ও আনারস প্রতীকের প্রার্থী ডা. মোস্তাফিজুর রহমান ইরানের দাখিল করা মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আপিল শুনানি শেষে কমিশন তার মনোনয়ন বৈধ বলে রায় দেন। শুনানিতে ডা. মোস্তাফিজুর রহমান ইরানের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই।
মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, আমি ন্যায়বিচার পেয়েছেন। ঝালকাঠি-১ আসনের রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সহযোগিতা ও আনারস প্রতীকে ভোট চাই।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে রাজাপুর ও কাঁঠালিয়াকে একটি নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ করবো। কোনো অন্যায় কাজে আমি সহযোগিতা করবো না। ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে সংসদ সদস্য হিসেবে ভূমিকা রাখার অঙ্গীকারও করেন তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার নির্বাচন কমিশনে ৩৮১ থেকে ৪৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে শুরু হওয়া এই শুনানি বিকেল ৫টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে ইসি।
আরআই/টিএ