বলিউড অভিনেত্রী কৃতি স্যানন ছোট বোন নূপুর স্যানন সম্প্রতি গাঁটছড়া বাঁধলেন গায়ক স্টেবিন বেন-এর সঙ্গে। রাজস্থানের উদয়পুরে ধুমধামপূর্ণ বিয়ের আয়োজনের পর মুম্বইয়ে বন্ধুবান্ধবদের জন্য প্রীতিভোজেরও আয়োজন করা হয়। বিয়ের সব অনুষ্ঠানই সম্পন্ন হয় হিন্দু ও খ্রিস্টান, দুই ধর্মের রীতি মেনে।
তবে ছোট মেয়ের বর খ্রিস্টান হওয়ায় শুরুতে কিছুটা উদ্বেগ ছিল নূপুরের মায়ের গীতা স্যানন-এর মনে। নূপুর জানালেন, মা প্রথমে স্বামীর পেশা ও ধর্মকে ঘিরে খানিকটা অনিশ্চয়তায় ছিলেন। নূপুর বলেন, ‘‘আসলে সব মায়ের মধ্যেই এই অনিশ্চয়তা কাজ করে।’’ খ্রিস্টান রীতি মেনে বিয়ে হওয়ার কারণে পাত্রীপক্ষও কিছুটা অচেনা পরিস্থিতিতে ছিলেন, কারণ তারা আগে কখনও কোনও খ্রিস্টান বিয়েতে অংশগ্রহণ করেননি।
স্ত্রীপক্ষ এবং পরিবার উভয়ের সমন্বয়ে অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়। নূপুর আরও জানান, স্টেবিনের মধ্যে বিশেষ এক প্রভাব রয়েছে, যাকে একবার দেখলেই তার উপস্থিতি অনুভূত হয়। এর সঙ্গে পাঁচ বছর আগে একটি মিউজিক ভিডিও শুটের সময় তাদের সম্পর্কের শুরু হয়েছিল, যা আজ সফল বিবাহে পরিণত হয়েছে।
পিআর/টিএ