নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পদের বিবরণী দাখিল না করার অপরাধে সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শামীম ওসমানসহ তার পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে তিনটি আলাদা মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে এ তথ্য জানিয়েছে দুদক।
তারা যথাসময়ে সময় বাড়ানোর আবেদনও করেননি, তাই তাদের বিরুদ্ধে ২০০৪ সালের ২৬ এর ২ ধারায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
এসময়, জ্ঞাত আয় বহির্ভূত ৩ কোটি ২৬ লাখ টাকা ভোগ-দখলের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে ২০০৪ সালের ২৭ এর ১ ধারায় একটি মামলা করেছে দুদক।
দুদক জানিয়েছে, সাংবাদিক আনিস আলমগীরের ৩২টি ব্যাংক হিসেবের মধ্যে ১২টি সচল হিসেবে বড় অংকের লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।
এছাড়া, কার্যক্রম নিষিদ্ধ আরেক আওয়ামী লীগ নেতা ও সাবেক সদস্য মাহবুব উল আলম হানিফের পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে পৃথক তিনটি মামলা করেছে দুদক।
টিজে/টিএ