দক্ষিণ ভারতীয় সুপারস্টার বিজয় সেতুপতি নিশ্চিত করেছেন, তিনি আসন্ন আলোচিত সিনেমা ‘জেলর ২’-তে ছোট চরিত্রে উপস্থিত হবেন। তিনি এটি গণ্য করেছেন একটি হৃদয়ছোঁয়া শ্রদ্ধা হিসেবে মহারথী রজনীকান্তের প্রতি। সাক্ষাৎকারে বিজয় সেতুপতি বলেন, “তার সঙ্গে থাকা মানে শেখার অভিজ্ঞতা,” এবং রজনীকান্তের প্রতি তার গভীর শ্রদ্ধা প্রকাশ করেন।
তবে তিনি এক বিষয় স্পষ্ট করেছেন- তিনি আর একরকম খলনায়কের চরিত্রে অভিনয় করতে আগ্রহী নন। তিনি জানান, “সম্প্রতি আমি অনেক খলনায়ক চরিত্র ফিরিয়ে দিয়েছি। যদি চরিত্র কেবল নায়ককে মহিমান্বিত করার জন্য থাকে, আমি সেটা করব না।” তিনি আরও বলেন, তিনি এখন শুধু ভালো স্ক্রিপ্ট এবং চরিত্রের গভীরতার ওপর ভিত্তি করে কাজ নির্বাচন করেন, এমনকি ছোট চরিত্র বা ক্যামেরোও হোক।
নেলসনের পরিচালনায় তৈরি ‘জেলর ২’-এ বিজয় সেতুপতি তার স্বাভাবিক তীব্রতা এবং প্রভাব নিয়ে আসছেন। এই সিনেমা কেবল তারকা শক্তিই নয়, বরং গল্পের গভীরতা ও চরিত্রের মান নিয়ে দর্শকদের কাছে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।
এমকে/এসএন