ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকার বিজ্ঞাপন, প্রচারণার জন্য বিদ্যমান আইন, বিধির আলোকে বিজ্ঞাপনী ফলক স্থাপন করবে সংস্থাটি। সেই লক্ষ্যে স্থান বরাদ্দ প্রদানের জন্য বিজ্ঞাপনী স্থাপনা বরাদ্দ কমিটি গঠন করা করে দিয়েছে ডিএসসিসি।
শুক্রবার (১৬ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসির সচিব মোহাম্মদ নাছিম আহমেদ একটি দপ্তর আদেশ জারি করে এই কমিটির অনুমোদন দিয়েছেন।
সচিব মোহাম্মদ নাছিম আহমেদ জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব জমি বা ইমারত এবং সিটি কর্পোরেশন এলাকায় সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জমি বা ইমারতে বিজ্ঞাপনী স্থাপনা প্রদর্শন, স্থাপনের ক্ষেত্রে আগ্রহী বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি কর্তৃক দাখিলকৃত আবেদন যাচাই-বাছাইকরণ করবে এই কমিটি।
এছাড়া প্রাপ্ত আবেদনে বর্ণিত স্থানগুলো কমিটির সদস্য, সদস্য কর্তৃক পরিদর্শনকালে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের জন্য সুপারিশ প্রদান করবেন। অনুমোদনহীন স্থাপিত বিজ্ঞাপন, কারিগরি দিক থেকে যথাযথ নয়, নির্ধারিত আয়তনের পরিবর্তে বড় আকারের বিজ্ঞাপন স্থাপন, বিদ্যুৎ সরবরাহ লাইন সংলগ্ন বা বিদ্যুৎ লাইনের ওপর স্থাপিত কিংবা জানমালের জন্য ঝুঁকিপূর্ণ এমন বিজ্ঞাপনী স্থাপনা অপসারণের ব্যবস্থা গ্রহণ করবে এই কমিটি।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে এবং সদস্য সচিব করা হয়েছে উপ ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তাকে (বাজার ও বিবিধ আদায় শাখা)।
এছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা, প্রধান সম্পত্তি কর্মকর্তা, প্রধান নগর পরিকল্পনাবিদ, জনসংযোগ কর্মকর্তা, তত্ত্ববধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) এবং তত্ত্ববধায়ক প্রকৌশলী (ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেল)।
আরআই/টিকে