বাবর আজম ১১তম ওভারে টানা তিনটি ডট খেলার পর শেষ বলে রান নিতে চেয়েছিলেন। সিডনি থান্ডারের ক্রিস গ্রিনের ডেলিভারিতে লংঅনে খেলেন পাকিস্তানি ওপেনার। যথেষ্ট সময় থাকলেও তার সিডনি সিক্সার্স সতীর্থ স্টিভ স্মিথ দৌড়ে এক রান নিতে অস্বীকৃতি জানান।
স্মিথ রান নেননি পরের ওভারের শুরুতে স্ট্রাইকে থাকতে। ওই ওভারে ৩০+ রান নেওয়ার পরিকল্পনা ছিল তার। ম্যাচশেষে এই কথা জানান তিনি। স্মিথ তাণ্ডব চালিয়ে অবশ্য ৩০-এর বেশি রানই তুলেছেন। তাতে বিগ ব্যাশে একটি রেকর্ড হয়ে গেছে। এক ওভারে সর্বোচ্চ রান তোলার রেকর্ড বদলে দিয়েছেন তিনি। রায়ান হ্যাডলির করা ১২তম ওভারে উঠেছে ৩২ রান, যেখানে স্মিথ ৪টি ছয়ের পাশাপাশি একটি চার মেরেছেন। ওভারে একটি বল নো ও একটি ওয়াইড হয়েছিল।
স্মিথের রান না নেওয়ার এই ঘটনায় খুশি ছিলেন না বাবর আজম। তার চোখেমুখে সেই অভিব্যক্তিই ফুটে ছিল। ধারাভাষ্যকাররা সেই সময় বলছিলেন, ‘বাবর খুশি নন’। পাকিস্তানি তারকা আবার স্ট্রাইক পান ১৩তম ওভারের শুরুতে। প্রথম বলেই বোল্ড হয়ে যান। এরপর মেজাজ হারান। মাঠ ছাড়ার সময় সীমানা দড়িতে ব্যাট আছাড় মারেন। রান না নেওয়ায় বাবর যে খুশি ছিলেন না, সেই ইঙ্গিত মিলেছে স্মিথের কণ্ঠেও। ৪২ বলে ১০০ রানের ইনিংস শেষে তিনি বলেন, ‘আমি নিশ্চিত নই যে, বাবর খুশি ছিল কি না।’
স্মিথের সেঞ্চুরি করার ম্যাচে বাবর ৩৯ বলে করেন ৪৭ রান। বিগ ব্যাশে প্রথমবার সুযোগ পাওয়া এই ব্যাটারের পারফরম্যান্স এই ম্যাচের মতোই। ৯ ম্যাচ খেলে ২০১ রান করলেও সেটা এসেছে মাত্র ১০৭.৪৮ স্ট্রাইকরেটে।
নিজের পারফরম্যান্সের কথা বাদ দিলে বাবর এখন পর্যন্ত খুশিই থাকতে পারেন। তার মেজাজ হারানোর ম্যাচটি সিক্সার্স জিতেছে। ১৯০ রান তাড়ায় থান্ডারের বিপক্ষে ৫ উইকেটের এই জয় তাদের ভালোভাবে প্লেঅফের দৌড়েও টিকিয়ে রেখেছে। ১১ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠলো সিক্সার্স। প্লেঅফের একটি স্পটের জন্য তাদের লড়াই ব্রিসবেন হিটের সঙ্গে। হিট ১০ পয়েন্ট নিয়ে আছে পাঁচ নম্বরে। শেষ ম্যাচে এই দুদলই একে অপরের মুখোমুখি হবে।
আরআই/টিকে