বিপিএলের দ্বাদশ আসরের ২৬টি ম্যাচ ইতিমধ্যেই মাঠে গড়িয়েছে। টুর্নামেন্ট এখন মাঝপথ পেরিয়ে শেষের দিকে। অথচ যে সোনালি ট্রফির জন্য ছয় দলের এই লড়াই, সেই ট্রফিটাই এত দিন ছিল অদৃশ্য! দর্শকদের কৌতূহল আর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আগামীকাল শনিবার দুবাই থেকে ঢাকায় এসে পৌঁছাচ্ছে বিপিএলের বহু কাঙ্ক্ষিত ট্রফি।
বিপিএল গভর্নিং কাউন্সিল সূত্রে জানা গেছে, এবারের ট্রফিটি অতীতের যেকোনো আসরের চেয়ে আলাদা ও আকর্ষণীয়। প্রথমবারের মতো বিপিএলের জন্য তৈরি করা হয়েছে হীরাখচিত ট্রফি। দুবাইতে বিশেষ অর্ডারে তৈরি এই ট্রফিটির মূল খরচ ২২ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ২৭ লাখ টাকা। এর সঙ্গে শিপিং ও কাস্টমস মিলিয়ে খরচ আরও ৫ লাখ টাকার মতো বাড়ছে। সব মিলিয়ে ট্রফির পেছনে বিসিবির ব্যয় হচ্ছে প্রায় ৩২ লাখ টাকা।
আসরের ২৬টি ম্যাচ শেষ হয়ে গেলেও ট্রফি না থাকায় সমালোচনা কম হয়নি। বিসিবি সূত্রে জানা গেছে, টুর্নামেন্ট শুরুর আগেই একটি ট্রফি আনা হয়েছিল। কিন্তু সেটি বিপিএল গভর্নিং কাউন্সিলের মনপুত হয়নি। মানসম্মত মনে না হওয়ায় সেটি বাতিল করে নতুন করে দুবাইতে অর্ডার দেওয়া হয়।
এ বিষয়ে বিপিএলের উদ্বোধনী দিনে বিসিবির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন বলেছিলেন, ‘প্রথমে যে ট্রফিটা আনা হয়েছিল, সেটা ছিল গতানুগতিক। আমরা চেয়েছি পরিবর্তন আনতে। আগের ট্রফি পছন্দ না হওয়ায় নতুন করে অর্ডার দেওয়ায় কিছুটা দেরি হয়েছে। তবে আশা করছি, এটি এখন পর্যন্ত আপনাদের দেখা সেরা ট্রফি হবে।’
টিজে/টিকে