যারা আমাদের সঙ্গে একমত হতে পারবে তাদের নিয়েই আমরা নির্বাচনী প্রচারণা চালাব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (১৬ জানুয়ারি) চরমোনাই জোটের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে রাজধানীর ঝিগাতলায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনের শুরুতেই তিনি উত্তরার অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখপ্রকাশ করেন।
জোটের বিষয়ে আসিফ বলেন, ‘১০ দল নির্বাচনে অংশগ্রহণের জন্য ঐক্যবদ্ধ হয়েছি। এরইমধ্যে ইসলামিক আন্দোলন আলাদা নির্বাচনের ঘোষণা দিয়েছেন। যারা আমাদের সঙ্গে একমত হতে পারবে তাদের নিয়েই আমরা নির্বাচনী প্রচারণা চালাব।’
তিনি আরও বলেন, ‘আমরা আলোচনা করছি। এর মাধ্যমে আমরা ভবিষ্যৎ পরিকল্পনা করব।’
ময়মনসিংহে একজন প্রার্থীর অনুসারীর ওপর হামলা হয়েছে। ফলে সরকার ও নির্বাচন কমিশনকে আরও তৎপর হবার আহ্বান জানান আসিফ।
বিএনপির এক প্রার্থীর রিটকারীর ওপর হামলার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে আসিফ বলেন, ‘নির্বাচনে নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। কমিশনের সক্ষমতা নিয়ে আমাদের প্রশ্ন উঠেছে।
এছাড়া নারায়ণগঞ্জে প্রার্থীর ওপর হামলা হয়েছে। এটার সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। প্রার্থী ও অন্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
এবার দশ দলীয় জোট নির্বাচনে জনগণের ম্যানডেট নিয়ে নির্বাচিত হওয়ার আসা প্রকাশ করে তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানাই। জনগণের ভোটাধিকার প্রয়োগে সব ধরনের ব্যবস্থা নির্বাচন কমিশন করবে; এই প্রত্যাশা জানাই।’
টিকে/