অভিনেত্রী কারিনা কাপুর খান তাঁর গর্ভাবস্থার অদেখা একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। ছবিটি থেকে বোঝা যায়, তখন তৈমুর তখনই গর্ভে ছিলেন। করিনার ভক্তরা এই মুহূর্তটি দেখেই আনন্দিত হয়েছেন।
সংসার ও মাতৃত্বের প্রতিটি মুহূর্ত উপভোগ করেন করিনা কাপুর। স্বামী সইফ আলি খানসহ দুই সন্তানকে নিয়ে তিনি সুখের সংসার পরিচালনা করছেন। ২০১৬ সালে তৈমুরের জন্মের সময় কারিনা প্রথম মা হওয়ার অনুভূতি নিয়ে বিশেষভাবে আলোচনায় এসেছিলেন। তিনি বলেছিলেন, সেই অনুভূতি বাকি সব কিছুর থেকে ভিন্ন এবং অনন্য।
শিশুর জন্ম ও গর্ভধারণের অভিজ্ঞতা শেয়ার করে কারিনা সামাজিক যোগাযোগমাধ্যমেও ভক্তদের সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করতে পছন্দ করেন। বর্তমানে তাঁর পরিবার ও মাতৃত্বের সুখই প্রধান আলোচনার বিষয়।
এমকে/টিএ