অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্প্রতি নিজের দীর্ঘ অভিনয় জীবনের অভিজ্ঞতা নিয়ে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, “আমি ভাগ্যবান যে আমার ৪০ বছরের ওপরে কাজ করা হয়ে গেছে। জীবনে কোনো দিন কারও সঙ্গে এমন কিছু করিনি, যাতে তার পেটে লাথি পড়তে পারে। আমি মিথ্যা কথা বলি না, কারও কাছ থেকে কখনো কোনো ধরনের অর্থনৈতিক অ্যাডভান্টেজ নিইনি। এটাই আমার জোরের জায়গা।”
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার এই মন্তব্যের মাধ্যমে বললেন, পেশাগত সততা এবং নৈতিকতার প্রতি তিনি সবসময় অটল থেকেছেন। দীর্ঘকালের ক্যারিয়ার ও ব্যক্তিগত সাফল্যের পেছনে তার মূল ভিত্তি হলো নিষ্ঠা, স্বচ্ছতা এবং অন্যদের প্রতি ন্যায্যতা। অভিনেতার বক্তব্যে বোঝা যাচ্ছে, তিনি শিল্পজগতে নিজের মর্যাদা রক্ষার পাশাপাশি নতুন প্রজন্মকে পেশাগত সততার গুরুত্ব বোঝাতে আগ্রহী।
পিআর/টিএ