সৌদি আরবের খনিজ সম্পদ খাতে বড়সড় সাফল্যের খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন খনন কোম্পানি মা'আদেন। সম্প্রতি কোম্পানিটি ঘোষণা করে, তারা নতুন চারটি খনি এলাকা থেকে মোট ৭৮ লাখ আউন্স স্বর্ণ উত্তোলন ও মজুত নিশ্চিত করেছে। ওজনের হিসাবে এই বিপুল পরিমাণ স্বর্ণ প্রায় ২ লাখ ২১ হাজার কেজির সমান।
অভাবনীয় এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মা'আদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা বব উইল্ট। তিনি জানান, এই ফলাফল স্পষ্টভাবে প্রমাণ করে তাদের গ্রহণ করা দীর্ঘমেয়াদি কৌশল মাঠপর্যায়ে সফলভাবে কাজ করছে।
আর ঠিক এই আস্থার জায়গা থেকেই তারা সৌদি আরবের স্বর্ণের ভান্ডারে বড় অঙ্কের বিনিয়োগ অব্যাহত রেখেছেন। বব উইল্ট আরও উল্লেখ করেন, চারটি ভিন্ন এলাকা থেকে এই বিপুল পরিমাণ সোনা আহরণ মা'আদেনের অপার সম্ভাবনাকেই তুলে ধরে। অনুসন্ধান ও খনি উন্নয়নের কাজ যত এগিয়ে যাবে, তাদের সম্পদের পরিমাণও তত বাড়বে, যা ভবিষ্যতে কোম্পানির নগদ অর্থ প্রবাহ বা ক্যাশ ফ্লো বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।
মা'আদেনের দেয়া তথ্যানুযায়ী, সবচেয়ে বড় সাফল্য এসেছে মানসুরাহ মাসসারাহ খনি এলাকা থেকে, যেখানে সর্বোচ্চ ৩০ লাখ আউন্স সোনা পাওয়া গেছে। এ ছাড়া উরুক ২০/২১ এবং উম্ম আস সালাম, এই দুটি এলাকা মিলিয়ে পাওয়া গেছে ১৬ লাখ ৭০ হাজার আউন্স সোনা। বিশেষ চমক দেখিয়েছে 'ওয়াদি আল জাও' নামের নতুন খনি এলাকাটি। এখান থেকে এবারই প্রথম খননকাজ চালিয়ে ৩০ লাখ ৮০ হাজার আউন্স সোনা উত্তোলন করা সম্ভব হয়েছে। উল্লেখ্য, অভিযানের শুরুতে ৯০ লাখ আউন্সের বেশি সোনা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও, পরবর্তীতে বার্ষিক হিসাব-নিকাশের আন্তর্জাতিক মানদণ্ড মেনে চূড়ান্ত মজুতের পরিমাণ সমন্বয় করা হয়।
সূত্র: গালফ নিউজ
এমকে/টিএ