জীবন থেমে থাকে না এই চিরন্তন সত্যকে সঙ্গী করে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার দিদি, চিকিৎসক ঐশ্বর্য শর্মা। শর্মা পরিবার সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক দুঃখজনক পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। প্রিয় বোন ঐন্দ্রিলার চলে যাওয়া এখনও গভীর শূন্যতা ফেলে রেখেছে, এবং তার মধ্যেই মা শিখা শর্মা লড়াই করছেন ক্যানসারের সঙ্গে। তবু এই দুঃসময়ের মাঝেই ঐশ্বর্যর জীবনে এসেছে নতুন সূচনা।
ঐশ্বর্য শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। পেশায় তিনি একজন দক্ষ সার্জেন, আর হবু স্বামী দিব্যজিৎ দত্তও চিকিৎসা জগতে রয়েছেন এবং একজন অভিজ্ঞ সার্জেন। দীর্ঘদিনের সম্পর্ককে এবার সামাজিক স্বীকৃতি দিতে চলেছেন এই চিকিৎসক জুটি। পেশাগত ব্যস্ততার মধ্যেও একে অপরের পাশে থেকে সম্পর্ককে মজবুত করেছেন তারা।
ডাক্তারি পেশার পাশাপাশি মডেলিং ও স্টাইলের প্রতি ঐশ্বর্যর আলাদা টান রয়েছে। সমাজমাধ্যমে মাঝে মাঝে তার স্টাইলিশ উপস্থিতি দর্শকের নজর কাড়ে। রূপ, ব্যক্তিত্ব এবং দৃঢ়তার মেলবন্ধনে তিনি অনেকটাই বোন ঐন্দ্রিলার মতো লড়াকু। খুশির এই মুহূর্তেও বারবার মনে পড়ে ঐন্দ্রিলার শূন্যতা। ঐশ্বর্য জানিয়েছেন, জীবনের প্রতিটি পদক্ষেপে তিনি বোনের ছায়া অনুভব করেন।
সম্প্রতি ঐশ্বর্য নিজের ‘৫০ টাকার প্রি-ওয়েডিং’ শ্যুটের কিছু মুহূর্ত ভাগ করেছেন। শান্তিনিকেতনের এক বনেদি বাড়িতে তোলা ছবিতে লাল শাড়িতে ঐশ্বর্য এবং নীল পাঞ্জাবিতে দিব্যজিৎকে দেখা গেছে, যেখানে চোখে চোখে ধরা পড়েছে তাদের ভালোবাসা। সেই ছবিতে মা শিখা শর্মার ভালোবাসার ছোঁয়াও স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। অনুরাগীরা তাদের এই সুখবরকে উদযাপন করেছেন এবং কামনা করছেন, জীবনের সব ঝড় পেরিয়ে নতুন অধ্যায়টি হোক শান্তি ও আনন্দে ভরা।
পিআর/টিএ