সংক্রান্তি উৎসবের প্রাক্কালে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র নাগবন্ধম-এর নির্মাতারা প্রকাশ করেছেন অভিনেত্রী নাভা নাতেশের প্রথম ঝলক।
ঐতিহ্যবাহী শাড়ি, নান্দনিক অলংকার ও স্নিগ্ধ উপস্থিতিতে নাভার এই রূপ ইতোমধ্যেই দর্শক ও অনুরাগীদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। পর্দায় তার দেবীসুলভ আবহ ও সৌন্দর্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
অভিষেক নামা পরিচালিত নাগবন্ধম চলচ্চিত্রটি অনুপ্রাণিত হয়েছে অষ্টাদশ শতকের এক বাস্তব ঐতিহাসিক ঘটনা থেকে। সে সময় প্রায় তিন হাজার নাগা সাধু এক শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে রক্ষা করেছিলেন পবিত্র মন্দিরসমূহ। সেই ঘটনাকে ভিত্তি করে নির্মিত হয়েছে বৃহৎ পরিসরের ঐতিহাসিক ও বাণিজ্যিক বিনোদনধর্মী এই ছবি।
নাভা নাতেশ ছাড়াও ছবিতে অভিনয় করেছেন ঐশ্বর্য মেনন, জগপতি বাবু, জয়প্রকাশ ও মুরালি শর্মা। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী উনিশে মার্চ, দুই হাজার ছাব্বিশ সালে চলচ্চিত্রটি মুক্তি পাবে।
শক্তিশালী গল্প, ব্যয়বহুল প্রযোজনা এবং নাভা নাতেশের নজরকাড়া উপস্থিতি, সব মিলিয়ে নাগবন্ধম ইতোমধ্যেই দুই হাজার ছাব্বিশ সালের অন্যতম প্রতীক্ষিত ঐতিহাসিক চলচ্চিত্র হিসেবে বিবেচিত হচ্ছে।
এমআর/টিএ