ভক্তদের মধ্যে জল্পনার উদ্রেক ঘটিয়েছে টলিউড সুপারস্টার দেবের সম্প্রতি করা এক মন্তব্য। বর্ধমানে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে দেব বলেন, “বর্ধমানের সঙ্গে আমার সম্পর্ক অনেক পুরোনো।” এই সংক্ষিপ্ত মন্তব্যের পরই নেটপাড়ায় শুরু হয়েছে নানা বিশ্লেষণ এবং ফিসফাস, যেখানে অনেকেই ধরে নিয়েছেন, দেব সম্ভবত প্রাক্তন প্রেমিকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিকেই ইঙ্গিত দিয়েছেন। পরিস্থিতি সামলাতে গিয়ে দেব খানিক হাসতে হাসতে বলেন, “ওইটা হ্যাঁ না, এমনি হ্যাঁ।” তবু এ বার্তা ভক্তদের কৌতূহল থামাতে পারেনি।
দেবের জীবন ও কর্মজীবনের ভৌগোলিক প্রেক্ষাপটও বিষয়টিকে আরও উসকে দিয়েছে। মেদিনীপুরে জন্ম দেবের, শৈশব কেটেছে মুম্বইয়ে, আর পেশাগত জীবনের কেন্দ্র কলকাতা। তবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের শিকড় বর্ধমানেই। টলিউড অনুরাগীদের অজানা নয়, ‘চ্যালেঞ্জ’, ‘খোকাবাবু’সহ একের পর এক ব্লকবাস্টার ছবির সময়ে দেব-শুভশ্রীর প্রেমের খবর ছিল সেভাবে সরগরম। সময়ের সঙ্গে সেই সম্পর্ক ভেঙে গেলেও স্মৃতি এখনও ভক্তদের মনে গভীরভাবে জমে আছে।
গত বছর পেশাদার কারণে আবার দেখা হয়েছিল প্রাক্তন জুটিকে ‘ধূমকেতু’ ছবির প্রচারে। এবার দেবের আসন্ন পুজোর ছবি, অর্থাৎ কেরিয়ারের ৫১তম ছবির নায়িকা শুভশ্রীই। এটি তাদের সপ্তম ছবিতে জুটি। বর্তমানে দেব রুক্মিণী মৈত্রের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক বজায় রাখছেন। যদিও পারিবারিক ও ব্যক্তিগত জীবন স্থির, বর্ধমানের মাটিতে দেবের ‘পুরোনো সম্পর্ক’-এর স্বীকারোক্তি প্রমাণ করে, কিছু স্মৃতি সময়ের সঙ্গে ম্লান হলেও কখনো পুরোপুরি হারায় না। এখন ভক্তদের চোখের সামনে কৌতূহল-এই পুরোনো জুটির ম্যাজিক নতুনভাবে রূপোলি পর্দায় কতটা আলোড়ন তুলবে।
পিআর/টিএ