বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, হাজারো নেতাকর্মীদের গুম, খুনের রক্তের বিনিময়ে জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফেরাবই ফেরাব, ইনশাআল্লাহ।
যারা ষড়যন্ত্র করছে, নির্বাচন কমিশনসহ সবার উদ্দেশে বলতে চাই, সমতা বিধান করতে হবে। সাম্যতা আনতে হবে। আমাদের ভদ্রতা নম্রতা নয়, সেটা আমাদের দুর্বলতা নয়, আমরা গণতন্ত্রকে ভালোবাসি। আমরা রক্ত-সিঁড়ি মাড়িয়ে আজ এখানে উপনীত হয়েছি। সুতরাং মনে রাখতে হবে যারা গণতন্ত্রের এই উত্তরণের পথকে কণ্টকাকীর্ণ করতে চায় তাদেরকে মনে রাখতে হবে আমরা গণতন্ত্রে ফিরবই ফিরব, ইনশাআল্লাহ।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
বিগত আন্দোলন-নিপীড়নে গুম খুন পরিবারের সদস্যদের নিয়ে এ সভার আয়োজন করে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক।
সালাহউদ্দিন আহমেদ বলেন, শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার জন্য আমরা একটি কর্মসূচি দিয়েছিলাম। কিন্তু নির্বাচন কমিশনারের অনুরোধে আমরা শান্তির জন্য, সেই কর্মসূচি স্থগিত করলাম। নির্বাচন কমিশন এবং আরেকটি রাজনৈতিক দল মনে করল সেটা আমাদের দুর্বলতা। কিন্তু না, এটা আমাদের ভদ্রতা। এই ঘটনার পর থেকে নির্বাচন কমিশন এবং একটি রাজনৈতিক দল যেভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় এবং পারতপক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চায় বিভিন্ন কৌশলে, সেটার কোনো সুযোগ আমরা দেব না।
বিএনপির এই নেতা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো রকমের সুযোগ আপনাদেরকে দেব না। তবে এটা আমাদের ভদ্রতা নয়, নম্রতা নয়, আমরা হুঁশিয়ার করে দিতে চাই কোনো রকমের ষড়যন্ত্র করবেন না।
আমরা ফ্যাসিবাদের জিঞ্জীর ভেঙেছি মন্তব্য করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আমাদের হাতে আছে স্বাধীনতার পতাকা। সেই পতাকা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে সারা জাতি হস্তান্তর করেছে আমাদের নেতা তারেক রহমানকে। আমরা সেই পতাকা নিয়ে এগিয়ে যাব। আমরা সাম্যের সুশাসনের এবং মর্যাদাপূর্ণ বাংলাদেশের প্রতিশ্রুতি দিচ্ছি সবার জন্য। ইনশাল্লাহ সেটা আমরা বাস্তবায়ন করব। আপনাদের সবার সহযোগিতা কামনা করি। নেতার হাতকে শক্তিশালী করি। যাতে বাংলাদেশকে এমন একটা প্রত্যাশিত বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশে আমরা পরিণত করতে পারি বলেও মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, হুম্মাম কাদের চৌধুরী, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ আরো অনেকে।
এবি/টিকে