দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে বড় খবর এসেছে। ‘লাভ টুডে’ খ্যাত তারকা–পরিচালক প্রদীপ রঙ্গনাথন নতুন সিনেমা নিয়ে ফিরছেন, যেখানে নায়িকা হিসেবে থাকছেন উঠতি দুই অভিনেত্রী শ্রীলীল ও মীনাক্ষী চৌধুরী। তরুণ আবেগ ও গভীর অনুভূতির মিশ্রণে গল্প বলার জন্য পরিচিত প্রদীপের এই নতুন কাজ ঘিরে ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
শ্রীলীলার গণআকর্ষণ ও মীনাক্ষীর শক্তিশালী পর্দা উপস্থিতি ছবিটিকে আলাদা মাত্রা দিতে পারে বলে মনে করছেন অনুরাগীরা। সিনেমাটি রোমান্টিক, কমেডি নাকি ভিন্ন কোনো ঘরানার হবে—তা নিয়ে জল্পনা চলছে, তবে প্রত্যাশা যে অনেক বেশি, তা স্পষ্ট।
এবি/টিএ