ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরের পাঁচটি আসনে একমাত্র নারী স্বতন্ত্র প্রার্থী ফারজানা ফরিদ পূথির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তিনি জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে প্রার্থী হয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে কমিশন ফারজানা ফরিদ পূথির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
গত ৩ জানুয়ারি বিকেলে জামালপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় কয়েকজন ভোটারের তথ্যগত অমিল দেখিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ফারজানা ফরিদ পূথির প্রার্থিতা বাতিল করেন।
পরে সংশ্লিষ্ট ভোটাররা সশরীরে নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে ভোটসংক্রান্ত তথ্য সঠিক বলে স্বীকার করেন। আপিল শুনানিতে বিষয়টি উপস্থাপন করা হলে নির্বাচন কমিশন তা বিবেচনায় নিয়ে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। এর ফলে জামালপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ফিরে পান ফারজানা ফরিদ পূথি।
মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় ফারজানা ফরিদ পূথি বলেন, আপিল শুনানিতে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র হয়েছিল। নির্বাচন কমিশন সঠিক বিষয় যাচাই করে ন্যায়বিচার নিশ্চিত করেছে।
এ সময় তিনি জামালপুর-৩ (মেলান্দহ, মাদারগঞ্জ) আসনের সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচনী কার্যক্রমে এগিয়ে যেতে চাই।
এসএস/টিকে