‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের সেট যেন বারবার বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। কয়েকদিন আগেই দিতিপ্রিয়া রায় ও জীতু কমলের মনোমালিন্য নিয়ে তোলপাড় হয়েছিল টলিপাড়া, যার জেরে দিতিপ্রিয়া শেষ পর্যন্ত ধারাবাহিক ছাড়েন এবং তাঁর জায়গায় আসে নতুন মুখ শিরিন পাল। মনে হয়েছিল, সেই ঝঞ্ঝাট বুঝি আপাতত থেমেছে। কিন্তু বাস্তবে বিতর্কের ঢেউ আবারও আছড়ে পড়ল, আর এবার জড়িয়ে পড়লেন জীতু কমল ও আর্যর ছায়াসঙ্গী কিংকর চরিত্রে জনপ্রিয় অভ্রজিৎ চক্রবর্তী।
এই গোলমালের সূত্রপাত একটি সাধারণ সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। তন্বীকে ঘিরে শেয়ার করা একটি ছবি নিয়ে আপত্তি তোলেন অভ্রজিৎ। শুক্রবার ফেসবুকে খোলাখুলি নিজের অবস্থান জানিয়ে তিনি লেখেন, তাঁর অনুমতি ছাড়া কেউ যেন তাঁর ছবি পোস্ট না করে। দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধু হয়েও এই বিষয়টি মানা হয়নি বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। একইসঙ্গে তিনি মনে করিয়ে দেন, তন্বী একজন নারী, তাই সম্মান বজায় রাখা প্রয়োজন। তবে পোস্টের শেষে তিনি রসিকতার সুরে বলেন, অন্তত একটি ভালো ছবি দেওয়া উচিত ছিল।
এই মন্তব্যের পরই পাল্টা জবাব দেন জীতু কমল। কমেন্টে তিনি লেখেন, অনুমতি ছাড়া পোস্ট করা অবশ্যই ঠিক নয়, তবে সোশ্যাল মিডিয়ায় যে কেউ শালীনতার মধ্যে থেকে পোস্ট করতে পারে। তিনি আরও বলেন, ব্যক্তিগতভাবে বিষয়টি বলা যেত, কিন্তু অভ্রজিৎ তা প্রকাশ্যে তুলেছেন। পাশাপাশি তিনি হালকা খোঁচা দিয়ে জানান, তিনি অভ্রজিৎকে হয়তো একটু বেশিই গুরুত্ব দিয়েছেন।
এখানেই থামেননি অভ্রজিৎ। পাল্টা মন্তব্যে তিনি স্পষ্ট করেন, পুরো বিষয়টিই ছিল কিংকর চরিত্রের ঢঙে মজা, ব্যক্তিগত আক্রমণ নয়। দর্শকরাই তাঁদের ব্যক্তিগত পরিসর, তাই বিষয়টি নাটকীয়ভাবে নেওয়ার প্রয়োজন নেই। তবে ছবিটি যে ব্যক্তিগত ছিল, সেটাও তিনি স্বীকার করেন। শেষে জীতুর প্রতি ভালোবাসা প্রকাশ করে বলেন, অনস্ক্রিন ও অফস্ক্রিন দুই ক্ষেত্রেই তিনি তাঁকে পছন্দ করেন।
সব মিলিয়ে, মজার ছলে শুরু হওয়া এই পোস্ট-পাল্টাপোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, ছোট্ট এই বিতর্ক হয়তো এখানেই থামবে, আবার হয়তো খুলে দেবে নতুন অধ্যায়। দর্শক এখন অপেক্ষায়, এই কথার লড়াই সত্যিই মিটবে, নাকি পর্দার বাইরেও চলবে নতুন নাটক।
পিআর/টিকে