যখন যে দল ক্ষমতায় এসেছে, বিচার বিভাগকে নিজের মতো ব্যবহার করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনি।
তিনি বলেন, গত ১৭ বছরে অনেক বিচারপতি পেছনের দরজার দিকে তাকিয়ে রায় দিতেন। তারেক রহমানের পক্ষে রায় দেয়ায় পালিয়ে যেতে হয়েছে বিচারপতিকে। আজকে যখন দেখি, নির্বাচন নিয়ে রিট হলো, সে রিটেও বিচারপতিকে অপারগতা প্রকাশ করতে দেখি। বিচারপতি অপারগতা প্রকাশ করবেন কেনো? তিনি তো বিচার করবেন।
রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়নে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত 'বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন' শীর্ষক নীতি সংলাপে দেয়া বক্তব্যে নিলুফার মনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারের প্রতি ভয় না কাটাতে কাগজে কলমে বিচার বিভাগের স্বাধীনতা রয়েছে। চিফ প্রসিকিউটর বললেন, মবকে মব বলা যাবে না। এই সরকার ক্ষমতায় আসার পর যখন একজন অপ্রকৃস্থকে সারারাত পিটিয়ে মারা হলো, আমরা কি এর বিচার করতে পেরেছি?
নিলুফার মনি আরও বলেন, মামলাজট কমাতে যখন দেড় বছর আগে আইন উপদেষ্টা কথা বলেছিলেন, তখন আশাবাদী হয়েছিলাম। তারপর আমরা কি দেখলাম? মামলাজট আরও বেড়ে গেলো।
কেএন/টিকে