২৫ বছরের দাম্পত্য পেরিয়ে এসে আবারও আলোচনায় অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্না। বলিউডের এই তারকা জুটির বিয়ে নিয়ে একসময় যেমন কৌতূহল ছিল, তেমনি ছিল সন্দেহও, কারণ টুইঙ্কলের আগে অক্ষয়ের একাধিক প্রেমের গল্প তখন ইন্ডাস্ট্রিতে চর্চিত। তবু সব জল্পনা ছাপিয়ে ২০০১ সালে গাঁটছড়া বাঁধেন তাঁরা, আর সময়ের সঙ্গে সেই সম্পর্ক আরও মজবুত হয়েছে।
বিবাহবার্ষিকী উপলক্ষে সম্প্রতি এক পোস্টে অক্ষয় জানালেন, বিয়ের আগেই তাঁর শাশুড়ি ডিম্পল কাপাড়িয়া তাঁকে সতর্ক করেছিলেন। টুইঙ্কলকে বিয়ে করার কথা শোনামাত্রই ডিম্পল শুধু এক ধরনের বাস্তব পরামর্শই দেননি, পাশাপাশি অক্ষয়কে আগাম সাবধানও করে রেখেছিলেন। অভিনেতার কথায়, প্রথম দিন থেকেই টুইঙ্কল তাঁকে হাসিয়েছেন, কখনও আবার চিন্তায়ও ফেলেছেন, আর ঠিক সেটাই ছিল শাশুড়ির ভবিষ্যদ্বাণী।
অক্ষয় লিখেছেন, ২৫ বছর আগে ডিম্পল বলেছিলেন, প্রস্তুত হয়ে থাকতে, কারণ এমন অনেক মুহূর্ত আসবে যখন টুইঙ্কল এমনভাবে হাসবে যে অক্ষয় অস্বস্তিতে পড়ে যাবেন। সময়ের সঙ্গে সেই কথাই যেন সত্যি হয়েছে। তবে সেই অস্বস্তির মধ্যেও রয়েছে এক গভীর বোঝাপড়া, রসিকতা আর ভালোবাসা, যা তাঁদের সম্পর্ককে আলাদা মাত্রা দিয়েছে।
পোস্টে অক্ষয় আরও জানান, টুইঙ্কল কখনও তাঁকে দুঃখ দেননি, বরং প্রতিটি দিনই ছিল মজায় ভরা। দীর্ঘ পথচলায় খুনসুটি, বোঝাপড়া আর পারস্পরিক শ্রদ্ধাই তাঁদের দাম্পত্যের মূল ভিত হয়ে উঠেছে। বলিউডের ঝলমলে জগতে যেখানে সম্পর্ক ভাঙাগড়ার খবর প্রায়শই শোনা যায়, সেখানে অক্ষয়-টুইঙ্কলের ২৫ বছরের যাত্রা আলাদা নজির তৈরি করেছে।
মজার ছলে শাশুড়ির সতর্কবার্তা স্মরণ করলেও, অক্ষয়ের লেখায় স্পষ্ট যে টুইঙ্কলের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তই তাঁর কাছে মূল্যবান। ডিম্পলের সেই আগাম সাবধানবাণী আজ আর কেবল সতর্কতা নয়, বরং তাঁদের দীর্ঘ দাম্পত্যের এক হাস্যরসাত্মক স্মৃতিচিহ্ন হয়ে উঠেছে।
পিআর/টিকে