অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ জাপানকে বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। ৩৮৭ রানের পুঁজি গড়ার পর লঙ্কান যুবারা ২০৩ রানের বড় ব্যবধানে জিতেছে। যেখানে দলটির হয়ে সেঞ্চুরি করেছেন দুই ওপেনার দিমান্থা মাহাবিথানা এবং ভিরন চামুদিথা। এর মধ্যে চামুদিথা খেলেছেন ১৯২ রানের ম্যারাথন একটি ইনিংস। সুযোগ ছিল যুব ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার। তবে ঠিকই দুটি কীর্তিতে নাম লিখিয়েছেন।
নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে গতকাল (শনিবার) দুই দল মুখোমুখি হয়েছিল। আগে ব্যাট করতে নামা লঙ্কানদের হয়ে দিমান্থা মাহাবিথানা এবং ভিরন চামুদিথা ৩২৮ রানের উদ্বোধনী জুটি গড়েন। যা অনূর্ধ্ব-১৯ দলের ওয়ানডেতে সর্বোচ্চ রানের জুটি। এর আগের রেকর্ডটি ছিল ১০ বছর আগে।
২০১৬ সালে ফিজির বিপক্ষে ইংল্যান্ডের ড্যান লরেন্স এবং জ্যাক বার্নহ্যাম দ্বিতীয় উইকেটে ৩০৩ রানের জুটি গড়েছিলেন। ওপেনিং ও যেকোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডটা দখলে নিয়েছেন দিমান্থা-চামুদিথা।
লঙ্কান দুই ওপেনার মিলে ব্যাট করেছেন ৪৩.৫ ওভার। ১২৫ বলে ১১ চারের সাহায্যে ১১৫ রানে ফেরেন দিমান্থা। পরের ওভারেই আউট তার অপর সঙ্গীও। দ্বিতীয় কোনো ব্যাটার হিসেবে স্বীকৃত যুব ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও চামুদিথা ৮ রানের আক্ষেপ নিয়ে ফিরলেন। ১৪৩ বলে ২৬ চার ও এক ছক্কায় তিনি করেন ১৯২ রান। যা স্বীকৃত যুব ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস।
এই রেকর্ডে রাজত্ব করছেন দক্ষিণ আফ্রিকার ইয়ুরিখ ফন শালকভিক। গত বছরের জুলাইয়ে জিম্বাবুয়ের হারারেতে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ সিরিজে স্বাগতিকদের বিপক্ষে ১৯ চার ও ৬ ছয়ে ১৫৩ বলে ২১৫ রান করেছিলেন তিনি। ওই ম্যাচে প্রতিপক্ষ দুই দলই যুব ওয়ানডেতে স্বীকৃত। কিন্তু প্রতিপক্ষ দলের স্বীকৃতি না থাকায় ডাবল সেঞ্চুরি করেও রেকর্ডবুকে নাম তুলতে পারেননি সৌম্য সরকার ও অভিজ্ঞান কুন্ডু।
২০১২ যুব এশিয়া কাপে কাতারের বিপক্ষে ১৩৫ বলে ২০৯ রানের ইনিংস খেলেন টাইগার ওপেনার সৌম্য। যেখানে বাংলাদেশ জয় পায় ৩২৮ রানের বিশাল ব্যবধানে। এ ছাড়া চলতি বছরের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে মালয়েশিয়ার বিপক্ষে ১২৫ বলে ২০৯ রানের অপরাজিত ইনিংস খেলেন ভারতরে অভিজ্ঞান কুন্ডু। ৪০৭ রান করা ভারতীয় যুবারা ম্যাচটিতে ৩১৫ রানে জিতেছে। ডাবল সেঞ্চুরির ম্যাচ দুটিতে বাংলাদেশের প্রতিপক্ষ কাতার ও অভিজ্ঞানের প্রতিপক্ষ মালয়েশিয়া কোনো দলেরই যুব ওয়ানডে মর্যাদা নেই।
আরআই/টিকে