বিপিএলে গতকাল রাতের ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৩ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এই জয়ের ফলে টেবিলের শীর্ষে থেকেই প্লে-অফে যাচ্ছে রাজশাহী। এদিনও রাজশাহী একাদশে ছিল একাধিক পরিবর্তন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রাজশাহীর বোলিং কোচ তারেক আজিজ খান দলের রদবদল এবং কম্বিনেশন নিয়ে বলেছেন, ‘ম্যাচ ধরে ধরে যাচ্ছি আমরা। আমাদের কিছু উন্নতির জায়গা ছিল। স্কোয়াডে কিছু পরিবর্তন হয়েছে, ঘুরিয়ে-ফিরিয়ে খেলিয়ে সবাইকে রেডি রাখা হচ্ছে। দলগত খেলাটাই খেলছে রাজশাহী।’
বিনুরা ফার্নান্ডোর না খেলার ব্যাপারে তারেক জানান, ‘তিনি যেভাবে খেলেছেন টুর্নামেন্ট, তার ওপর অনেক নির্ভর করে আছি আমরা। তার সুস্থতার ব্যাপারে ভালো জানাতে পারবে ফিজিও। আমরা যতটা জানি তিনি ভালো আছেন। ২০ তারিখের ম্যাচে তাকে পাওয়া যাবে।’
এছাড়া মোহাম্মদ ওয়াসিমের না থাকার ব্যাপারে তারেক বলেছেন, ‘এনওসির একটা বড় ব্যাপার ছিল। চুক্তির সময়েই কত ম্যাচ খেলা, কত ম্যাচ এভেইলেবল থাকবেন এসব ব্যাপার ছিল। এগুলো হান্নান (সরকার) আগে থেকেই ফলো আপ করে রেখেছেন। আমার মনে হয় না তিনি না থাকলে খুব বেশি সমস্যা হবে। আমাদের যাকে যেখানে দরকার সেখানে প্ল্যান অনুযায়ী পেয়েছি।’
ম্যাচে ৪ উইকেট নেওয়া তানজিম হাসান সাকিবের ব্যাপারে তারেক বলেন, ‘বিপিএলের আগে চোটে ছিল। সেখান থেকে পুরো ছন্দ আনতে কাজ চলছিল। টি-টোয়েন্টিতে অনেক ভালো বলেও অনেকে মেরে দেয়। ওয়ার্কলোড ম্যানেজের ব্যাপার ছিল। দল যখন করা হয় তাকে প্রধান বোলার ধরেই পেস বিভাগ সাজিয়েছিলাম। আজকে তিনি দারুণভাবে ফিরে এসেছেন আমরা অনেক খুশি। যে সমস্যাটার মুখোমুখি হয়েছিলেন, সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছেন।’
পরে রিপন মণ্ডলকে নিয়ে তারেক বলেছেন, ‘ওর ইচ্ছা জোরে বল করতে চায়। সে এটা কাজে লাগিয়েছে। ইয়র্কার তো আস্তে করা যায় না। সে এটা রেগুলার করেছে। ফিটনেসে সে অনেক কাজ করেছে। সবচেয়ে ভালো শেইপে রয়েছে রিপন। চাপের মধ্যেও থামছে না। এশিয়া কাপে যে আত্মবিশ্বাসটা পেয়েছে, সেটা বাড়তি কাজে দিয়েছে। শেষের ওভারগুলোতে সে অনেক আত্মবিশ্বাসী। কাজ হয়েছে। আন্তর্জাতিকের জন্য আরও কাজ করতে হবে। আমি একটা কাজ করেছি ৬টা বলের মধ্যে যেন ১ বল ইয়র্কার করতে পারে। সামনে আরও ভালো কিছুর আশা করছি।’
আকবর আলীর ব্যাপারে এই বোলিং কোচ বলেন, ‘টিম কম্বিনেশনের কারণেই আসলে জায়গা রাখাটা টাফ। আমরা জিসানকে এখনও সুযোগ দিতে পারিনি। আকবরের তৃতীয় ম্যাচে। আগের ম্যাচে আরও ভালো সুযোগ দিয়েছিল। আকবর চাপের মধ্যে ঠাণ্ডা মাথায় ভালো করতে পারে। যে জায়গায় ব্যাট করেছে সেখানে ডানহাতি বাঁহাতির ব্যাপার থাকে। আকবর রানে ফিরেছেন, ভালো ব্যাপার। দলের জন্যও ভালো। কম্বিনেশনের কারণে আসলে সবাইকে তো খেলানো সম্ভব না। প্রধান কোচের ডাক। সেখানে দলের প্রয়োজনে যাকে দরকার তাকেই খেলানো হচ্ছে।’
আরআই/টিকে