স্ত্রীর মৃত্যুর কারণ নিয়ে চাঞ্চল্যকর দাবি পরাগের

২০২৫ সালে মাত্র ৪২ বছর বয়সে প্রয়াত হন অভিনেত্রী শেফালি জারিওয়ালা। তাঁর আকস্মিক মৃত্যু বিনোদন জগৎ ও অনুরাগীদের মধ্যে গভীর শোকের ছায়া ফেলে। ময়নাতদন্তের প্রতিবেদনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কথা উল্লেখ করা হলেও, শেফালির মৃত্যু ঘিরে এ বার সামনে এলো এক চাঞ্চল্যকর দাবি।

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে শেফালির স্বামী পরাগ ত্যাগী জানান, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন—শেফালির উপর কেউ কালো জাদু করেছিল। পরাগের কথায়, অনেকেই এসব বিষয়ে বিশ্বাস না করলেও তিনি নিজে তা করেন। তাঁর বক্তব্য, যেখানে ঈশ্বর আছেন, সেখানে শয়তানও আছে। তবে কে বা কারা এই কাজ করেছে, সে বিষয়ে তিনি কোনও নাম উল্লেখ করেননি।

পডকাস্টে পরাগ দাবি করেন, শেফালির সঙ্গে বারবার কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছিল। তাঁর ভাষায়, বিষয়টি একবার নয়, একাধিকবার ঘটেছে। শেষবার যেন সবচেয়ে ভয়ংকর কিছু হয়েছিল। পরাগ বলেন, ধ্যানে বসলে তাঁর মনে হয়, কোথাও একটা মারাত্মক ভুল হয়ে গেছে।

পরাগ আরও জানান, এই ঘটনার সূত্রপাত ২৭ জুনের অনেক আগেই। তাঁর দাবি অনুযায়ী, গত বছরের নভেম্বর মাসে এক ব্যক্তি তাঁদের বাড়িতে এসে শেফালিকে বলেন, ঘরে পঞ্চমুখী হনুমান রাখা ঠিক নয়। সেই কথায় প্রভাবিত হয়ে শেফালি তাঁকে রাজি করান বহু বছর ধরে ঘরে থাকা পঞ্চমুখী হনুমানজির মূর্তি অন্যত্র সরিয়ে রাখতে।

পরাগের বক্তব্য অনুযায়ী, মূর্তিটি সরানোর পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। বাড়িতে ফিরে মাত্র কয়েক মিনিট থাকতে পেরেছিলেন। কাঁদতে কাঁদতে আবার গাড়ি নিয়ে সেখানে যান, কিন্তু তখন আর হনুমানজির মূর্তিটি খুঁজে পাননি। পরে দীর্ঘ সময় ধরে তিনি সেই মূর্তির খোঁজ চালিয়েছেন বলেও জানান।

এই ঘটনার পর হনুমানজির কাছে ক্ষমা চেয়েছিলেন বলেও দাবি করেন পরাগ। তাঁর কথায়, তিনি বলেছিলেন, খুব বড় ভুল হয়ে গেছে এবং যেদিন ক্ষমা করবেন, সেদিন আবার তাঁর কাছে ফিরে আসবেন। এর কিছুদিন পরই শেফালির মৃত্যু হয় বলে জানান তিনি।

পরাগ আরও দাবি করেন, শেফালির মৃত্যুর প্রায় এক মাস পর একজন তাঁকে আবার একটি পঞ্চমুখী হনুমানজির মূর্তি উপহার দেন। সেই সময় তিনি হনুমানজিকে উদ্দেশ করে বলেন, তিনি কৃতজ্ঞ, কিন্তু অনেক দেরি করে ফিরে এসেছেন।



পডকাস্টে পরাগ স্পষ্ট করে বলেন, শেফালির সঙ্গে কেউ খারাপ কিছু করেছে—এ বিষয়ে তিনি শতভাগ নিশ্চিত। যাঁর হাত এই ঘটনার পেছনে রয়েছে, তাঁকে কোনও দিন ক্ষমা করবেন না বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২৭ জুন আকস্মিকভাবে শেফালি জারিওয়ালার মৃত্যু হয়। ময়নাতদন্তের প্রতিবেদনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কথা বলা হয়েছে। পাশাপাশি জানা যায়, শেফালি নিয়মিত কিছু ওষুধ ও বয়স প্রতিরোধী ইনজেকশন নিতেন, যা মৃত্যুর সম্ভাব্য কারণগুলোর মধ্যে একটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে জমি চেয়ে পাইনি: মোদি Jan 19, 2026
img
আগামী নির্বাচন কোনোভাবেই সহজ হবে না : শামা ওবায়েদ Jan 19, 2026
img
কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং বাড়লেও যোগাযোগে পিছিয়ে চট্টগ্রাম বন্দর Jan 18, 2026
img
জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের ৭ দফা নির্দেশনা দিল বিএনপি Jan 18, 2026
img
শ্যানেন ডোহার্টির মৃত্যুর পর ডিভোর্স চুক্তি নিয়ে আদালতে প্রাক্তন স্বামী Jan 18, 2026
img
তারেক রহমান কোনো দাড়িওয়ালা আলেমের চেয়ে কম নন: জমিয়ত নেতা কাসেমী Jan 18, 2026
img
আপিল শুনানির শেষ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ২৩ জন Jan 18, 2026
img
এ আর রহমানের মন্তব্যের জবাবে মুখ খুললেন শান Jan 18, 2026
img
কেন বলিউড ছেড়েছিলেন ইমরান খান? Jan 18, 2026
img
'কাজ পান না মুসলিমরা', এ আর রহমানের পাশে মেহবুবা মুফতি Jan 18, 2026
img
সৌদিতে দেখা যায়নি শাবান মাসের চাঁদ Jan 18, 2026
img
মান্নাকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল Jan 18, 2026
img
স্ত্রী রিধিমার জন্মদিনে আদুরে পোস্ট গৌরবের Jan 18, 2026
img
নেটফ্লিক্স ও ওয়ার্নার ব্রাদার্সে ট্রাম্পের বড় বিনিয়োগ Jan 18, 2026
img
নাহিদ ইসলামকে বিধি বহির্ভূতভাবে শোকজ করা হয়েছে : এনসিপি Jan 18, 2026
img
যারা জীবনেও ঢাকা আসেননি, তাদের কথা ফেসবুক পোস্টে জানতে চাইলেন ফারিণ Jan 18, 2026
img
তিন দশকের ফ্রেমে তিশা-ফারুকীর ভালোবাসার গল্প Jan 18, 2026
img
হলিউডে প্রিয়াঙ্কাকে আনতে গিয়ে উপহাসের শিকার অঞ্জুলা Jan 18, 2026
img
পর্যায়ক্রমে ইন্টারনেট চালু করবে ইরান Jan 18, 2026
img
প্রতিপক্ষ আবারও আমাকে সাহায্য করলেন: মিন্টু Jan 18, 2026