বড় পর্দায় অসিনকে শেষবার দেখা গেছে এক যুগেরও বেশি সময় আগে। অভিনয় থেকে দূরে সরে যাওয়ার পর ব্যক্তিগত জীবনেও প্রায় আড়ালে চলে গিয়েছিলেন তিনি। গণমাধ্যমের আলো, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা জনসম্মুখে খুব একটা দেখা যায়নি তাঁকে। তবে সম্প্রতি সেই নীরবতা ভাঙতে শুরু করেছে, কারণ বলিউড ও দক্ষিণী চলচ্চিত্র মহলে জোরালো আলোচনা-অসিন ফিরছেন আবার।
একসময় দক্ষিণী ও বলিউড- দুই ইন্ডাস্ট্রিতেই সমান জনপ্রিয় ছিলেন এই অভিনেত্রী। গজনি, দশাবতারম এবং রেডির মতো ছবিতে তাঁর অভিনয় আজও দর্শকের স্মৃতিতে অমলিন। পর্দায় তাঁর সৌন্দর্য, আবেগময় চোখের অভিব্যক্তি এবং স্বাভাবিক অভিনয়ভঙ্গি তাঁকে আলাদা পরিচিতি দিয়েছিল। শুধু নায়িকা নয়, শক্তিশালী চরিত্রে নিজেকে প্রমাণ করেছিলেন তিনি, যার কারণে পরিচালকরাও বারবার তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে ভরসা করতেন।
বিয়ে ও মাতৃত্বের পর অভিনয়জগৎ থেকে ধীরে ধীরে দূরে সরে যান অসিন। পরিবারকেই অগ্রাধিকার দেন তিনি, আর সেই কারণেই দীর্ঘ সময় পর্দার বাইরে ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন সূত্র থেকে ইঙ্গিত মিলছে, তিনি আবার ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও, ঘনিষ্ঠ মহলে আলোচনা চলছে যে খুব শিগগিরই বড় ঘোষণা আসতে পারে।
প্রত্যাবর্তনের ধরন কী হবে, তা নিয়েও চলছে জল্পনা। কেউ বলছেন, তিনি আবার সিনেমায় ফিরতে পারেন। কেউ কেউ মনে করছেন, জনপ্রিয় ধারার প্ল্যাটফর্মে নতুন সিরিজে দেখা যেতে পারে তাঁকে। আবার অনেকে ধারণা করছেন, সম্পূর্ণ ভিন্ন রূপে পর্দায় হাজির হবেন আসিন। তবে যেভাবেই ফিরুন না কেন, তাঁর ফিরে আসা নিঃসন্দেহে হবে বড় ঘটনা।
দর্শকের মনে এখনও রয়ে গেছে তাঁর অভিনয়ের উজ্জ্বল স্মৃতি। দীর্ঘ বিরতির পর সেই পরিচিত মুখ আবার পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। সময়ের সঙ্গে বদলে যাওয়া চলচ্চিত্রজগতে অসিন কীভাবে নিজেকে মানিয়ে নেন, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
দশ বছরের নীরবতা ভেঙে যদি সত্যিই ফিরে আসেন অসিন, তাহলে তা শুধু তাঁর ব্যক্তিগত প্রত্যাবর্তন নয়, বরং এক সময়ের পর্দার রানি আবার আলোয় ফেরার মুহূর্ত হয়ে উঠবে।
এসকে/এসএন