আগেই প্লে অফ নিশ্চিত করা চট্টগ্রাম রয়্যালসের ব্যাটাররা আজ নিজেদের ছায়া হয়ে ছিলেন। তাসকিন আহমেদ-মোহাম্মদ সাইফউদ্দিনের সামনে দাঁড়াতেই পারেননি নাঈম শেখরা। তাতে হার দিয়ে গ্রুপ পর্ব শেষ করল টেবিলের দুইয়ে থাকা চট্টগ্রাম। অন্যদিকে জয় দিয়ে শেষ করল আগেই বিদায় নিশ্চিত হওয়া ঢাকা।
মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১৭০ রান করে ঢাকা। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ৪ বলে ১২৮ রানে অলআউট হয় চট্টগ্রাম।
বড় লক্ষ্য তাড়ায় ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় চট্টগ্রাম। তাসকিনের বলে বোল্ড হয়েছেন মোহাম্মদ হারিস। তিনে নেমে মাহমুদুল হাসান জয় করেছেন মাত্র ৬ রান। ৭ রানে ২ উইকেট হারানো চট্টগ্রামকে আরো বিপদে ফেলেছেন সাদমান ইসলাম। গোল্ডেন ডাক খেয়েছেন তিনি।
১৯ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরার চেষ্টা করেন নাঈম ও হাসান নাওয়াজ। তবে কেউই বড় ইনিংস খেলতে পারেননি। নাইম করেছেন ১৮, আর নাওয়াজের ব্যাট থেকে এসেছে ১৯ রান। শেষদিকে কিছুটা লড়াই করেছেন আমের জামাল। তবে তার ৪২ রানের ইনিংস কেবলই হারের ব্যবধান কমিয়েছে।
এর আগে শুরুতে ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা পায় ঢাকা। সাইফ হাসান রীতিমতো ঝড় তোলেন। একটা সময় সুযোগ ছিল দলীয় স্কোর দুইশর বেশিতে নিয়ে যাওয়ার। কিন্তু সাইফের বিদায়ের পর সুবিধা করতে পারেননি পরবর্তী ব্যাটাররা।
দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংসটি খেলেন সাইফ। মাত্র ৪৪ বলে খেলা তার এই ইনিংসটি পাঁচটি করে চার ও ছয়ে সাজানো। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান আসে ওপেনার জুবাইদ আকবরির ব্যাট থেকে। বাকি ব্যাটারদের কেউই বিশের কোটা স্পর্শ করতে পারেননি।
চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন তানভীর ইসলাম। দুটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও আমির জামাল। আর একটি করে উইকেট পেয়েছেন দুজন বোলার।
এমআই/এসএন