সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ট্রলারসহ অপহরণের শিকার ৫ জেলে

সুন্দরবন থেকে এবার ট্রলারসহ ৫ জেলে অপহরণের শিকার হয়েছেন। অভিযোগের তীর আবারও বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর দিকে। তাদের মুক্তির জন্য ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা।

গত শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। সুন্দরবনের পূর্বাঞ্চলের শেলারচর এলাকা থেকে তাদের অপহরণ করে বনের গহীনে নিয়ে যায়। সুন্দরবনে গত এক সপ্তাহের মধ্যে এটা দ্বিতীয় অহরণের ঘটনা।

অপহৃত জেলেদের মহাজন রামপাল এলাকার মাছ ব্যবসায়ী নুরুল হক শেখ জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে তার বহরে থাকা ৮ জন জেলে সুন্দরবনের শেলারচরের কালামিয়ার ভাড়ানি এলাকায় মাছ ধরছিল। এ সময় বনদস্যু জাহাঙ্গীর বাহিনী একটি ট্রলার যোগে এসে জেলেদের ওপর হামলা চালায়।

তিনি আরও জানান, এরপর তারা ৮ জনের মধ্যে ৩ জনকে অন্য একটি নৌকায় উঠিয়ে দিয়ে ৫ জনকে মাছ ধরার ট্রলারসহ অপহরণ করে নিয়ে যায়। যাওয়ার সময় তারা ওই তিন জেলের কাছে তাদের মোবাইল নম্বর দিয়ে জানায়, ৫ লাখ টাকা মুক্তিপণ দিলে জেলেদের ছেড়ে দেয়া হবে।

অপহরণের শিকার জেলেরা হলেন- মো: কচি (৪৫), হিরক (৩৫), সালাম (৪০), রবিউল (৩৫) ও মুজাহিদ (২৬)। তাদের সবার বাড়ি বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাশতলী এলাকায়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম শেলারচরে ৫ জেলের অপহরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, অপহৃত জেলেদের উদ্ধারে অন্যান্য প্রশাসনের সাথে যোগাযোগ করা হচ্ছে। এছাড়া বন বিভাগের অভিযান চলছে। যতদ্রুত সম্ভব বনদস্যুদের কবল থেকে জেলেদের মুক্ত করা হবে।

এর আগে গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সুন্দরবনের দুবলার চরের আমবাড়ীয়া এলাকায় অপহরণের ঘটনা ঘটে। বনদস্যু জাহাঙ্গীর বাহিনী দুই জেলেকে অপহরণ করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে।

অপহরণের শিকার জেলেরা হলেন শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের আঃ কাদের (৩৫) ও খোন্তাকাটা গ্রামের রবিউল মোল্লা (৩০)। এক লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়ে রোববার (১৮ জানুয়ারি) দুপুরে বাড়ি ফেরেন।

ফিরে আসা জেলেদের মহাজন পাথরঘাটা উপজেলার পদ্মস্লুইস এলাকার শহিদ নাজির জানান, তার দুই জেলেকে মুক্ত করতে দস্যুদের দেয়া দুইটি বিকাশ নম্বরে এক লাখ ২০ হাজার টাকা বিকাশে পাঠানো হয়। এরপর দস্যুরা জিম্মি দুই জেলেকে একটি নৌকায় উঠিয়ে দেয়।

সুন্দরবনের দুবলার চর জেলেপল্লী ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মিল্টন রায় বলেন, সুন্দরবনে বনদস্যুদের দাপটে জেলেরা মাছ ধরতে যেতে পারছে না। দস্যুদের দমন করা না গেলে এ বছর দুবলার রাজস্ব আয়ে ঘাটতি হবে।

টিজে/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
জীতুর সঙ্গে বিচ্ছেদের পর বিয়ে নিয়ে স্পষ্ট নবনীতা! Jan 19, 2026
img
বাংলাদেশ সব ধর্ম-বর্ণের নিজ নিজ ধর্ম পালনের নিরাপদ স্থান : ডা. জাহিদ হোসেন Jan 19, 2026
img
'আখাউড়া স্থলবন্দরের সক্ষমতা বাড়াতে পর্যায়ক্রমে অবকাঠামো গড়ে তোলা হবে' Jan 19, 2026
img
আবার বিপিএলে খেলতে চান অল্প সময়ে ঝলক দেখানো ইসাখিল Jan 19, 2026
img
গণভোট জনগণের উপরই ছেড়ে দেওয়া উচিত : নুরুদ্দিন অপু Jan 19, 2026
img
চলতি বছরে ৩৩ লাখ করদাতার ই-রিটার্ন দাখিল, রেজিস্ট্রেশন ৪৬ লাখের বেশি Jan 19, 2026
img
সালাউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে স্মারকলিপি দেবে ছাত্রদল Jan 19, 2026
img
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, তেল মিলকে ৭০ হাজার টাকা জরিমানা Jan 19, 2026
img
খাদের কিনারায় ইরান, ঘুরে দাঁড়াবে নাকি পতন? Jan 19, 2026
img
চিলিতে জরুরি অবস্থা জারি, ভয়াবহ দাবানলে প্রাণহানি অন্তত ১৮ Jan 19, 2026
img
পরিবারের সঙ্গে বের হলে একটি বিষয়ে আপোস করেন না ‘ফ্যামিলি ম্যান’ মনোজ Jan 19, 2026
img
আলিফ হত্যা মামলায় চিন্ময়সহ আসামিদের উপস্থিতিতে চার্জ গঠন হচ্ছে আজ Jan 19, 2026
img
আজ ফের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ছাত্রদল Jan 19, 2026
img
ঢাকায় আংশিক মেঘলা আকাশ, অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা Jan 19, 2026
img

ট্রাম্পের হত্যার ইঙ্গিতের পর ইরানের হুঁশিয়ারি

খামেনির ওপর হামলা যুদ্ধ ঘোষণার সামিল হবে Jan 19, 2026
img
ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করল ইউরোপের ৮ দেশ Jan 19, 2026
img
সিরিয়া-এসডিএফ যুদ্ধবিরতি, ইউফ্রেটিসের পশ্চিম ছাড়ছে কুর্দি বাহিনী Jan 19, 2026
img
নির্বাচনী প্রচারণায় দলীয় প্রার্থীদের ৭ নির্দেশনা বিএনপির Jan 19, 2026
img
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামল, সেরা সিনেমা ‘কুরাক’ Jan 19, 2026
img
জানুয়ারির ১৭ দিনে কোনো রেমিট্যান্স আসেনি দেশের ৮ ব্যাংকে Jan 19, 2026