নাটোর-৩ (সিংড়া) আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম আনুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে।
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার লিফলেট বিতরণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানোর দায়ে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।
রোববার (১৮ জানুয়ারি) নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং নাটোরের সিভিল জজ মোছা. মৌসুফা তানিয়া স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেয়া হয়।
নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সূত্রে জানা গেছে, একই আসনের অপর প্রার্থী মো. দাউদার মাহমুদের করা অভিযোগের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান চালানো হয়। এতে দেখা যায়, মো. আনোয়ারুল ইসলাম আনু প্রতীক বরাদ্দ পাওয়ার আগেই বিভিন্ন এলাকায় পোস্টার ও হ্যান্ডবিল বিতরণ করেছেন এবং ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনি প্রচারণা চালিয়েছেন।
কমিটির প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় বিষয়টিকে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৩, ৭ ও ১৮ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৯১ঘ (৩)(ক) লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ অবস্থায় নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং সিভিল জজ মোছা. মৌসুফা তানিয়া স্বাক্ষরিত শোকজ নোটিশে মো. আনোয়ারুল ইসলাম আনুকে আগামী ১৯ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ দুপুর ১২টার মধ্যে নাটোর সিভিল জজ আদালত কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদান করার নির্দেশ দেয়া হয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না-সে বিষয়ে স্পষ্ট ও সন্তোষজনক ব্যাখ্যা দিতে হবে। এ বিষয়ে মো. আনোয়ারুল ইসলাম আনুর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পিএ/টিকে