৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ঢাকা বোর্ডে অনুপস্থিত ছিল ১০ হাজার শিক্ষার্থী

দীর্ঘ ১ যুগ পর সম্প্রতি সারা দেশে অনুষ্ঠিত হয়েছে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫। এতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা থেকে সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেও একটি উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল। বোর্ডের প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৮৭ হাজার ৯৪৯ জন। এর মধ্যে সব বিষয়ে পরীক্ষায় অংশ নেয়নি এমন শিক্ষার্থীর সংখ্যা ১০ হাজারের বেশি।

সোমবার (১৯ জানুয়ারি) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার দেশের একটি গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এবার ঢাকা বোর্ড থেকে বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৮০ হাজার ২১৮ জন শিক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ৯১ দশমিক ২ শতাংশ। অর্থাৎ, নিবন্ধিত পরীক্ষার্থীদের মধ্যে ৭ হাজার ৭৩১ জন বা ৮ দশমিক ৮ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।

এ ছাড়া বোর্ডের পরিসংখ্যান বিশ্লেষণ করে আরও দেখা যায়, পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যেও সব বিষয়ে অংশগ্রহণকারীর সংখ্যা কম। তথ্য অনুযায়ী, সব বিষয়ে পরীক্ষায় অংশ নিয়েছে ৭৭ হাজার ৯১৯ জন শিক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ৮৮ দশমিক ৬ শতাংশ। ফলে পরীক্ষায় অংশ নিলেও সব বিষয়ে পরীক্ষা দেয়নি এমন শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ায় ১০ হাজার ৩০ জন, যা মোট পরীক্ষার্থীর প্রায় ১১ দশমিক ৪ শতাংশ।

বিষয়টি নিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ঢাকা বোর্ডের অংশগ্রহণসংক্রান্ত এই তথ্য আপাতত নিশ্চিত হওয়া গেছে। তবে সারা দেশের সব বোর্ডের পূর্ণাঙ্গ তথ্য এখনো হাতে পাওয়া যায়নি।

শিক্ষা বোর্ড সূত্র বলছে, ঢাকার পর রাজশাহী শিক্ষা বোর্ডে সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এ বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ৪৩ হাজার ৬৬০ জন। যা মোট পরীক্ষার্থীর প্রায় ১২ দশমিক ৬০ শতাংশ।

আর কুমিল্লা ও দিনাজপুর শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় সমান। কুমিল্লা বোর্ডে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে ৪০ হাজার ২১৯ জন (প্রায় ১১ দশমিক ৬০ শতাংশ) এবং দিনাজপুর বোর্ডে ৪০ হাজার ২৩১ জন শিক্ষার্থী (প্রায় ১১ দশমিক ৬১ শতাংশ)। এই দুই বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থীর প্রায় ২৩ শতাংশের বেশি।

এরপর যশোর শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ৩৮ হাজার ৬৬ জন। যা মোট পরীক্ষার্থীর প্রায় ১১ দশমিক ১৬ শতাংশ। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নিচ্ছে ২৯ হাজার ৫ জন শিক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর প্রায় ৮ দশমিক ৩৭ শতাংশ।

বোর্ড সূত্রে আরও জানা গেছে, নতুন ও অপেক্ষাকৃত ছোট বোর্ডগুলোর মধ্যে ময়মনসিংহ ও সিলেট শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা কাছাকাছি। ময়মনসিংহ বোর্ডে পরীক্ষার সুযোগ পেয়েছে ২৩ হাজার ২০০ জন শিক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর প্রায় ৬ দশমিক ৬৯ শতাংশ। অপরদিকে সিলেট বোর্ডে পরীক্ষার্থী ছিল ২৩ হাজার ২২ জন। যা প্রায় ৬ দশমিক ৬৪ শতাংশ। এই দুই বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থীর প্রায় ১৩ শতাংশের বেশি।

সবচেয়ে কম পরীক্ষার্থী ছিল বরিশাল শিক্ষা বোর্ডে। এ বোর্ডের অধীনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিল ২০ হাজার ৬২৯ জন শিক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর প্রায় ৫ দশমিক ৯৫ শতাংশ।

এসকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
আমির হামজার বিরুদ্ধে খুলনায় মামলা Jan 19, 2026
img
আসিফ মাহমুদের বিচার এই বাংলার মাটিতেই হবে: নাছির Jan 19, 2026
img
ক্ষমতায় গেলে গণ-অভ্যুত্থানে হতাহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি: রিজভী Jan 19, 2026
img
রঞ্জিত-চিরঞ্জিত ও প্রসেনজিতকে চার দশক পর দেখা যাবে এক সিনেমায়! Jan 19, 2026
img
শাকসু নির্বাচন স্থগিত Jan 19, 2026
img
নেপালের বিপক্ষে জয় পেয়েছেন সাবিনারা Jan 19, 2026
img

প্রেস উইং

২০২৫ সালে ৭১ ঘটনায় সাম্প্রদায়িক উপাদান পেয়েছে পুলিশ Jan 19, 2026
img
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ Jan 19, 2026
img
ফের মা হওয়ার গুঞ্জনে রহস্যময় উত্তর বুবলীর! Jan 19, 2026
img
গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারবে না : ধর্ম উপদেষ্টা Jan 19, 2026
img
প্যান-ইন্ডিয়া ছবির শুটিংয়ে অস্বস্তিকর অভিজ্ঞতা প্রকাশ করলেন পূজা হেগড়ে Jan 19, 2026
img
আগামী শনিবার সিরাজগঞ্জ যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান Jan 19, 2026
img
কোনো দলের পক্ষ নেওয়া যাবে না, ভোট হবে নিরপেক্ষ : সেনাপ্রধান Jan 19, 2026
img
সীমান্তের ওপারে স্বৈরাচারের দোসররা গণভোট নিয়ে প্রশ্ন তুলছে: উপদেষ্টা আদিলুর Jan 19, 2026
আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে মরক্কোকে হারিয়ে চ্যাম্পিয়ন সেনেগাল Jan 19, 2026
img
প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামীমার ১৫ মাসের কারাদণ্ড Jan 19, 2026
আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে মরক্কোকে হারিয়ে চ্যাম্পিয়ন সেনেগাল Jan 19, 2026
img
দেশের অর্থনীতি আর ভঙ্গুর অবস্থায় নেই: অর্থ উপদেষ্টা Jan 19, 2026
জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থী মাত্র ৪ শতাংশ! Jan 19, 2026
img
দেশের সুষ্ঠু পুনর্গঠনে গণভোট অত্যন্ত জরুরি: উপদেষ্টা শারমীন Jan 19, 2026