বলিউডের জনপ্রিয় নায়িকা পূজা হেগড়ে সম্প্রতি নিজের পেশাগত জীবনের এক অস্বস্তিকর ঘটনার কথা প্রকাশ করেছেন। একটি প্যান-ইন্ডিয়া চলচ্চিত্রের শুটিং চলাকালীন এক পুরুষ তারকা তার ক্যারাভানে অনুমতি ছাড়া প্রবেশ করেছিলেন।
পূর্ণ সাহসের সঙ্গে পূজা জানিয়েছেন, তিনি সেই মুহূর্তেই নিজের অধিকার রক্ষা করেছিলেন এবং সরাসরি তাকে প্রস্থান করতে বাধ্য করেছিলেন। এই ঘটনায় পরে ওই অভিনেতা আর তার সঙ্গে কাজ করতে চায়নি। যদিও পূজা কোনো নাম প্রকাশ করেননি, তার বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক সমর্থন জুগিয়েছে।
এই ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে চলচ্চিত্র সেটে পেশাদার সীমারেখা ও নিরাপত্তা নিয়ে। পূজার সাহসিকতা প্রমাণ করে যে, সম্মান এবং ব্যক্তিগত স্থানের প্রতি সম্মান অপ্রতিরোধ্য এবং পেশাগত ক্ষেত্রের কোনও মানুষের সামাজিক বা পেশাগত অবস্থানের সঙ্গে এটি আপেক্ষিক নয়।
বলিউডের ভক্তরা তার সাহসকে উদযাপন করেছেন এবং একাধিক পেশাদারী মহলে এই ঘটনার গুরুত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই ঘটনা চলচ্চিত্রের আড়ালে নারীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার প্রয়োজনীয়তার দিকে নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছে।
পিআর/টিকে