ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জয়পুরহাট জেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক আল মামুন সভাপতিত্ব করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক।
মতবিনিময় সভায় উপদেষ্টা বলেন, জবাবদিহিমূলক প্রশাসন ও নেতৃত্ব নিশ্চিত করতে এবং স্বাধীন বিচার ও নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংস্কার অপরিহার্য।
শাসকগোষ্ঠী যেন কোনো কিছুর তোয়াক্কা না করে-এমন পরিস্থিতির পরিবর্তন ঘটাতে এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
এসকে/টিকে