জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় আগামীকাল মঙ্গলবার। ২৪ এর গণঅভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এটিই প্রথম রায়। এদিকে, সোমবার (১৯ জানুয়ারি) সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্দোলন দমনে শামীম ওসমানের অস্ত্র নিয়ে নামার ফোনালাপ আদালতে জমা দেয় প্রসিকিউশন। এছাড়া জেআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী।
জুলাই আন্দোলন চলাকালে ১৯ জুলাই সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরকে ফোন দেন শামীম ওসমান। আন্দোলন দমনে নিজে অস্ত্র হাতে মাঠে নামবেন বলে জানান তিনি। ট্রাইব্যুনালে এমন ফোনালাপ জমা দিয়েছে প্রসিকিউশন।
জুলাই-আগস্টে নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যা মামলায় সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। তা আমলে নিয়ে সাবেক এমপি শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
প্রসিকিউশন জানান, ওবায়দুল কাদেরের মাধ্যমে অস্ত্র ব্যবহারের অনুমতি নিয়ে রাজপথে ঝাপিয়ে পড়েন শামীম ওসমান। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দেশি-বিদেশি অস্ত্র দিয়ে চালায় হত্যাযজ্ঞ। লুট করে রাইফেলস ক্লাবের অস্ত্র। প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, ‘১৯ জুলাই ২০২৪ তারিখে ওবায়দুল কাদেরের সঙ্গে শামীম ওসমানের যে কথোপকথনটি পড়ে শোনানো হয়েছে, তার চুম্বক অংশ হলো: কোর্ট পুলিশ কিছু পারছিল না। সাহায্য চাইছে, আমাকে অস্ত্র হাতে নিতে হয়েছে। আমি কিন্তু আর অস্ত্র ছাড়া মুভ করতে পারছি না। দৌড়াইয়া পানিতে নামাইছি সবগুলারে। দুইটারে ধরছি। এখন যাচ্ছি সিদ্ধিরগঞ্জে। সজল মোল্লার সাথে আলাপ করছি। বলছি তোমরা আমাকে সাপোর্ট দাও। আমরা চিটাগাং রোড খালি করতাছি। আপনি একটু আপাকে অর্থাৎ আপনি একটু নেত্রীকে বলে দিয়েন, অস্ত্র হাতে আমার ছবি দেখলে উনি যেন রাগ না করে।’
এদিকে, জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় মঙ্গলবার। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ এই মামলায় অভিযুক্ত করা হয়েছে ৮ পুলিশ সদস্যকে। দোষীদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা প্রসিকিউশনের।
এদিন, জেআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে আসেন হুম্মাম কাদের চৌধুরী ও অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক- বর্তমান ১২ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন তারা।
ইউটি/টিএ