বিনোদন দুনিয়ায় বহু দিন ধরেই জল্পনা চলছিল যে অভিনেত্রী কৃতি সেনন এক নামী ব্যবসায়ীকে নিয়ে বিশেষ সম্পর্কে রয়েছেন। এই ব্যবসায়ী লন্ডিতে বসবাস করেন এবং তাঁর পরিবারের সম্পত্তির পরিমাণ ৪,০০০ কোটি টাকারও বেশি। অভিনেত্রী ও ব্যবসায়ী কবীর সিংহ বহিয়ার বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে। বিমানবন্দর থেকে শুরু করে পারিবারিক অনুষ্ঠানে এবং সামাজিক অনুষ্ঠানে তাদের উপস্থিতি বিষয়টি আরও জোরদার করেছে।
তবে এতসব খবরের মধ্যেও কৃতি কখনওই সম্পর্কটি নিজ মুখে স্বীকার করেননি। সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি সর্বদা নিরব থাকেন এবং ব্যক্তিগত জীবনকে মিডিয়ার চোখে আড়াল রাখার চেষ্টা করেছেন।
অন্যদিকে, কৃতির সঙ্গে ধোনির বিশেষ সম্পর্কও দীর্ঘদিন ধরে জানা যাচ্ছে। যদিও এটি বিশেষভাবে মিডিয়ায় আলোচিত হয়নি, তবে ক্রীড়া ও বিনোদন জগতের কিছু সূত্রে বিষয়টি চিহ্নিত হয়েছে। এই দিকটি আরও আগ্রহের কারণ হয়ে দাঁড়িয়েছে অনুরাগীদের মধ্যে।
বিনোদনবিশেষজ্ঞরা মনে করছেন, কৃতি নিজের ব্যক্তিগত জীবনকে প্রকাশ না করলেও সমাজমাধ্যমে নজর রাখার ফলে সম্পর্কের নানা তথ্য আগ্রহীদের কাছে পৌঁছাচ্ছে। এদিকে ভক্তরা আগ্রহভরে অপেক্ষা করছেন, কখন এই সম্পর্কের বিষয়ে কৃতি নিজেই সরাসরি কিছু বলবেন।
এমকে/টিএ