প্রথমবারের মতো একসঙ্গে চলচ্চিত্রে জুটিবদ্ধ হয়ে সিনেমা করতে যাচ্ছেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী ও চিত্রনায়িকা পরীমনি। ‘বাড়ির নাম শাহানা’ খ্যাত পরিচালক লিসা গাজীর পরিচালনায় নতুন সিনেমাতে দেখা যাবে তাদের।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শাস্তি’ গল্প অবলম্বনে নির্মিতব্য সিনেমাটি হবে একেবারে আধুনিক প্রেক্ষাপটে। সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দিতেই সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর একটি চার তারকা হোটেলে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের।
যেখানে নির্মাতা লিসা গাজী পরিচয় করিয়ে দেন তার সিনেমার শিল্পী ও কলাকুশলীদের। এমন সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত পরীমনি। এদিন উপস্থিত থেকে এই নায়িকা বলেন, ‘নাচানাচি করলেই তো হয় না, দিন শেষে বেঁচে থাকার মতো একটা কাজ চাই, জায়গা চাই। সেক্ষেত্রে চরিত্রটা গুরুত্বপূর্ণ। আমি মুখিয়ে ছিলাম কবে রবীন্দ্রনাথের একটি চরিত্রে অভিনয় করবো। আমার জীবনের এরকম একটা আকাঙ্ক্ষা ছিলো, সেটা এই সিনেমার মধ্য দিয়ে পূরণ হতে যাচ্ছে।”
এসময় পরীর সঙ্গে প্রথম জুটিবদ্ধ হওয়া সিনেমাতে কেমন ক্যামেস্ট্রি হতে পারে- এমন প্রশ্নে চঞ্চল বলেন,“পরীর যতো কাজ দেখেছি, তারমধ্যে গিয়াস উদ্দিন সেলিমের দুটি সিনেমায় (স্বপ্নজাল ও গুণীন) পরীর অভিনয় আমার সবচাইতে ভালো লেগেছে। আমার মনে হয়, পর্দায় পরীর যে অ্যাপেয়ারেন্স- দর্শকতো প্রথমেই ওর চেহারাতেই মুগ্ধ হয়ে যায়। সেই সাথে ওর যে অভিনয় দক্ষতা আছে, আমার মনে হয় যে ওকে নিয়ে আরো অনেক ভালো ভালো কাজ নির্মাতাদের করা উচিত। পরীকে আরো এক্সপ্লোর করা উচিত। পরী সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত।”
নির্মাতা জানান, অক্টোবর নভেম্বরের মধ্যে চঞ্চল-পরীকে নিয়ে সিনেমার শুটিং শুরু করবেন।
এবি/টিএ