টালিউডের জনপ্রিয় ‘চ্যাম্প’খ্যাত অভিনেতা দীপক অধিকারী দেব প্রথম সারির নায়ক থেকে সফল প্রযোজক। সেই সঙ্গে বর্তমান সংসদ সদস্য— বহুমুখী প্রতিভার অধিকারী দেবের সম্পত্তির পরিমাণ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে বরাবরই চর্চায়। অন্যদিকে শুভশ্রী গাঙ্গুলি টালিউডের লেডি সুপারস্টার। বর্ধমানের এ অভিনেত্রীর নিজের দমে টালিপাড়ায় পরিচিতি গড়ে তুলেছেন। দুজনের একটা অতীত ছিল।
অন্দরমহলের খবর অনুযায়ী, প্রতিটি সিনেমার জন্য শুভশ্রী এখন বড় অঙ্কের পারিশ্রমিক নিয়ে থাকেন। বর্তমানে তার পারিশ্রমিক প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকার আশপাশে। এ ছাড়া নামি ব্র্যান্ডের বিজ্ঞাপনী প্রচার এবং ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর মতো রিয়্যালিটি শোর বিচারক হিসেবে তার আয় নেহাত কম নয়।
আরবানায় রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রীর একটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে, যার বর্তমান বাজারমূল্য কয়েক কোটি টাকা। প্রায় ১৭৭৮ বর্গফুটের এই সুসজ্জিত ফ্ল্যাটেই রাজ-শুভশ্রী দম্পতি তাদের দুই সন্তানকে নিয়ে বসবাস করেন। এ ছাড়া যৌথভাবে তাদের কিছু জমি ও অন্যান্য বিনিয়োগও রয়েছে বলে জানা যায়।
সব ভুলে ইন্ডাস্ট্রির স্বার্থে আবার পর্দায় এক হচ্ছেন দেব-শুভশ্রী। আগামী পূজায় আসছে এ তারকা জুটির সাত নম্বর সিনেমা। কিন্তু সম্পত্তির নিরিখে কে এগিয়ে জানেন কি?
২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্যানুযায়ী, দেবের সম্পত্তির গ্রাফ গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে ঊর্ধ্বমুখী। স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে দেব এখন কোটি কোটি টাকার মালিক।
হলফনামার তথ্যানুযায়ী, দেবের অস্থাবর সম্পত্তির পরিমাণ কয়েক কোটি টাকা। যার মধ্যে রয়েছে— বিভিন্ন ব্যাংকে গচ্ছিত আমানত, বন্ড ও শেয়ার মিলিয়ে তার বড় অঙ্কের লগ্নি রয়েছে। দেবের মোট সম্পদ ৩৭,১৩,৪৭,০৬৯ টাকা এবং মোট স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ ২,৯৫,৭৩,১২২ টাকা।
২০২২-২৩ আর্থিক বছরে দেবের আয়কর রিটার্নে প্রদর্শিত মোট আয় ছিল প্রায় ৫ কোটি টাকা। অভিনেতার কাছে ২৬,৭৫৮ নগদ টাকা ছিল। দেবের বিনিয়োগ করা অর্থের মোট পরিমাণ হলো ১৫ কোটি ৪৮ লাখ ১৯ হাজার ৯৪৩ টাকা। এ ছাড়া দেবের কাছে যত হাতঘড়ি আছে, সেগুলোর মোট মূল্য বা বাজারদর ১২ লাখ টাকার বেশি। তারকা সাংসদের একটি মার্সিডিজ বেঞ্জ গাড়ি রয়েছে। আর সেই গাড়ির বর্তমান বাজারমূল্য হলো এক কোটি ১২ লাখ ৪০ হাজার টাকা।
এ ছাড়া ২০২৪ সালে দেব জানিয়েছিলেন তার কাছে প্রায় ৪৯ লাখ ১৮ হাজার ৫৬২ টাকার সোনা আছে। যার মূল্য় বর্তমানে কোটি টাকার বেশি। সঙ্গে আছে একাধিক ফ্ল্যাট। সাউথ সিটি, আরবানার মতো অভিজাত এলাকায় সেই ফ্ল্যাটগুলোর মোট মূল্য হলো ১৯ কোটি ৯১ লাখ ১২ হাজার।
অভিনেতা হিসেবে পারিশ্রমিক ছাড়াও দেবের নিজস্ব প্রযোজনা সংস্থা ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস’ আয়ের অন্যতম প্রধান উৎস। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় রাজ চক্রবর্তী যে হলফনামা জমা দিয়েছিলেন, তাতে স্ত্রী শুভশ্রীর আয়ের একটি স্পষ্ট চিত্র পাওয়া গিয়েছিল। সেই তথ্যানুযায়ী, শুভশ্রীর নামে কয়েক কোটি টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। যার মধ্যে বড় অংশই রয়েছে ফিক্সড ডিপোজিট, বন্ড এবং হীরা ও সোনার গহনা হিসেবে। সেই সময় নায়িকার অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ৫.৫ কোটি টাকার কাছাকাছি। বর্তমানে সেই অঙ্ক আরও বেড়েছে বলেই মনে করা হচ্ছে। শুভশ্রীর সংগ্রহে রয়েছে বেশ কিছু দামি গাড়ি। তার গ্যারেজে প্রায় ৮০ লাখ টাকা মূল্যের ভলভো গাড়ির পাশাপাশি রয়েছে টাটা নেক্সনের মতো একাধিক যান।
এবি/টিএ