টালিউডে এখন তারকাখ্যাতির সবচেয়ে বড় মাপকাঠি হয়ে উঠেছে ১০০ কোটি শেয়ারের ক্লাব। প্রভাস, মহেশ বাবু, আল্লু অর্জুন, জুনিয়র এনটিআর, রাম চরণ, পাওয়ান কল্যাণ থেকে শুরু করে তেজা সাজ্জা ও ভেঙ্কটেশের মতো অপ্রত্যাশিত নামও ইতিমধ্যে এই তালিকায় জায়গা করে নিয়েছেন। সর্বশেষ হিট মানামে শঙ্কর বরপ্রসাদ গারু দিয়ে চিরঞ্জীবীও ফের ক্লাবে ফিরেছেন। তবে দুই বর্ষীয়ান সুপারস্টার নন্দমুরি বালাকৃষ্ণ ও আক্কিনেনি নাগার্জুন এখনও এই মাইলফলক ছুঁতে পারেননি।
আখণ্ডা, বীর সিংহা রেড্ডি ও ভগবন্ত কেশরির মতো ম্যাস হিটের পরও বালাইয়া অল্পের জন্য বারবার পিছিয়ে পড়েছেন। অন্যদিকে সোগ্গাডে চিন্নি নায়না ও বঙ্গাররাজুর মতো পারিবারিক ব্লকবাস্টার থাকা সত্ত্বেও নাগার্জুনও ১০০ কোটির শেয়ার থেকে দূরে রয়ে গেছেন। দুজনেই নতুন ছবির প্রস্তুতিতে থাকায় টালিউডে এখন একটাই আলোচনা—কে আগে এই ক্লাবে নাম লেখাবেন, বালাইয়া নাকি নাগ?
এবি/টিএ