আসন্ন গণভোটকে কেন্দ্র করে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ও মানিকগঞ্জ বালক উচ্চ বিদ্যালয় মাঠে ভোটের গাড়ি নিয়ে সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজনের সঙ্গে মতবিনিময় করা হয়। গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফাওজুল কবির।
এ উপদেষ্টা বলেন, কেউ চাইলে হ্যাঁ ভোট দিতে পারেন, আবার চাইলে না ভোটও দিতে পারেন। কোনো বাধ্য করা হচ্ছে না। প্রত্যেকটি সরকারের কিছু বিষয়ে ভিত্তি থাকে। এই সরকারের ভিত্তি হচ্ছে বিচার, নির্বাচন ও সংস্কার।
তিনি বলেন, এবারের নির্বাচন অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে ভিন্ন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে। স্বাভাবিক নিয়মে জাতীয় নির্বাচন হওয়ার কথা ছিল ২০২৯ সালে। কিন্তু ২০২৬ সালে এই নির্বাচন আয়োজনের পেছনে রয়েছে এক হাজার শহিদের আত্মত্যাগ এবং অসংখ্য মানুষের অঙ্গহানির ইতিহাস। সেই ত্যাগের কথা ভুলে যাওয়ার সুযোগ নেই। তাই নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। কোনো দল বা গোষ্ঠীকে আলাদা সুবিধা দেয়ার প্রশ্নই ওঠে না।
নির্বাচনের কারিগরি প্রস্তুতি প্রসঙ্গে ফাওজুল কবির বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। যেখানে বিদ্যুৎ সংকট রয়েছে, সেখানে সৌর বিদ্যুতের ব্যবস্থা নিতে হবে। কারণ, সব ভোটকেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে, যা সুষ্ঠু ভোটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, ভোটারদের ভোটকেন্দ্রে যাতায়াত সহজ করতে রাস্তা-ঘাট মেরামতসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি নেয়া হয়েছে। ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, গণভোট সফল করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তবে যারা সরাসরি নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত, তাদের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণায় অংশ নেয়া উচিত নয়।
অন্যদিকে, অন্যান্য সরকারি কর্মকর্তারা চাইলে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণায় অংশ নিতে পারবেন। একই সঙ্গে তিনি পরিষ্কার করে বলেন, কেউ যদি ‘না’ ভোট দেন, তাকে কোনোভাবেই বাধা দেয়া যাবে না।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় নির্বাচনকে ঘিরে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ইতিবাচক পরিবেশ তৈরি, ভোটারদের আস্থা অর্জন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ গণভোট নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়।
এমআর/টিএ