প্যান ইন্ডিয়া সাফল্যের পরও জাপানের বক্স অফিসে হোঁচট খেল আল্লু অর্জুনের বহুল আলোচিত ছবি পুষ্পা টু। মুক্তির প্রথম দিনে সিনেমাটি মাত্র ৮৮৬টি টিকিট বিক্রি করতে পেরেছে, যা ভারতীয় বড় ছবিগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। তুলনামূলকভাবে আরআরআর প্রথম দিনে ৮ হাজার ২৩০ জন দর্শক পেয়েছিল, সাহো পেয়েছিল ৬ হাজার ৫১০ জন, আর কল্কির দর্শক সংখ্যা ছিল ৩ হাজার ৭০০।
ভারতে রেকর্ড ভাঙা ব্যবসা এবং বিশ্বজুড়ে জনপ্রিয়তা থাকা সত্ত্বেও জাপানে এমন দুর্বল সূচনা বিস্ময়ের জন্ম দিয়েছে। বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, দেশীয় বাজারে ঝড় তোলা এই ছবি আন্তর্জাতিক দর্শকের রুচির সঙ্গে পুরোপুরি মেলেনি। তবে ইতিবাচক মুখের কথায় আগামী দিনগুলোতে দর্শক বাড়ার সম্ভাবনা রয়েছে। তবু আপাতত এটি আল্লু অর্জুনের বৈশ্বিক ক্যারিয়ারের সবচেয়ে অপ্রত্যাশিত ধাক্কা হিসেবেই বিবেচিত হচ্ছে।
এবি/টিএ