হাতজোড় করে বলছি, ভোটটা রক্ষা করবেন: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন দিন আপনাদের আমি হাতজোড় করে অনুরোধ করছি সকাল সকাল কেন্দ্রে চলে যাবেন। পাশের বাড়ি, প্রতিবেশী মা-বোনেদের নিয়ে ভোট কেন্দ্রে চলে যাবেন। আপনারা ভোটটা রক্ষা করবেন।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে সরাইলের চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামবাসী আয়োজিত উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

এলাকাবাসীর কাছে ৩০টা ঘণ্টা চেয়ে নিয়ে আলোচিত এই নারী নেত্রী বলেন, আগামী ১১ তারিখ সন্ধ্যা ৬টা থেকে থেকে ১২ তারিখ রাত ১২টা পর্যন্ত আপনারা ভোটকেন্দ্রের আশপাশে থাকবেন। কোনও জাল ভোট, কোনও নির্বাচনী কারচুপি, কোনও ধরনের কারসাজি কেউ যেন না করতে পারে আপনারা পাহারায় থাকবেন।
 
ভোট আপনাদের সিদ্ধান্তও আপনাদের জানিয়ে রুমিন ফারহানা বলেন, আপনারা যেভাবে বলবেন এমপি সেভাবেই কাজ করতে বাধ্য। আমি কোনও দলের এমপি হব না, আমি কোন বিশেষ গোষ্ঠীর এমপি হব না, আমি সরাইল-আশুগঞ্জের ৫ লাখ ভোটারের এমপি। সুতরাং আপনারা আমার নিয়োগদাতা, আপনারাই আমাকে বরখাস্ত করতে পারবেন। আমি যদি কাজ করি আপনারা আজ যেমন ভালোবেসে এনেছেন, আবারও আনবেন। আর যদি কাজ না করি তাহলে আমাকে ছুঁড়ে ফেলে দেবেন। আর আপনাদের দরজায় ভোট চাইতে আসতে পারব না। কিন্তু আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত হাতজোড় করে বলি ভোটটা আপনারা রক্ষা করবেন।

‘সরাইল-আশুগঞ্জের মানুষ আমার প্রতি যেই ভালোবাসা, আস্থা, বিশ্বাস রেখেছেন, আমি আল্লাহর কাছে শুধু একটা দোয়া করি আল্লাহ তুমি এ বিশ্বাসের মর্যাদা দেয়ার ক্ষমতা আমাকে দিও। এই অবহেলিত মানুষদের উন্নয়ন যেন আল্লাহ তুমি আমাকে উছিলা করে দাও, এই এলাকার মানুষের উন্নয়ন যেনো আমি করতে পারি’, বলেন রুমিন ফারহানা।
 
দেশে যতগুলো উপজেলা আছে, তার মধ্যে সরাইল ও আশুগঞ্জের মতো এত অবহেলিত আর কোনো উপজেলা নেই দাবি করে তিনি বলেন, ইনশাল্লাহ আমরা যদি এমপি নির্বাচিত হতে পারি এই দুটো উপজেলায় যে ১৭টা ইউনিয়ন আছে তার সঙ্গে বিজয়নগর উপজেলার দুটো ইউনিয়ন এখন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এই ১৯টি ইউনিয়নের রাস্তা-ঘাট, ব্রিজ, কালভাট আমি এমনভাবে তৈরি করব, ইনশাল্লাহ আমি মডেল উপজেলা তৈরি করে ছাড়ব।
 
তিনি আরও বলেন, সরকারি স্কুল কলেজ, মাদ্রাসা বলেন কোথাও কোনো উন্নয়নের ছোঁয়া নেই, আমাদের রাস্তাঘাটের যেমন বেহাল দশা তেমননি সরকারি স্বাস্থ্যসেবারও বেহাল দশা। আমি যদি শক্ত হাতে এই এলাকাকে একটা মডেল এলাকা করতে না পারি, তাহলে আমি আর কোনোদিন আপনাদের কাছে ভোট চাইতে  আসব না।
 
রুমিন ফারহানা বলেন, অতীতে আমরা দেখেছি একজন মানুষই ৪০ বছর এমপি হণ। আমি শ্রদ্ধা জানিয়ে বলি, আমি যদি কাজ করতে না পারি পাঁচ বছরের বেশি সময় আপনারা আমাকে দিয়েন না। আমি যদি কাজ করি পাঁচ বছর পর আমাকে আবারও নির্বাচিত করবেন, আর যদি কাজ করতে না পারি তাহলে নির্বাচিত করার দরকার নেই। আপনারা জানেন ১৭টা বছর সংসদে আমি কীভাবে লড়াই করেছি, আপনারা জানেন হঠাৎ করে এখানে জোটপ্রার্থী কীভাবে এসেছেন। আমাকে সব বড় বড় দল, সেই সঙ্গে প্রশাসনের সঙ্গে একা লড়াই করতে হয়েছে কিন্তু আমি একা না; আমার সঙ্গে এত এত ভাই-বোনেরা রয়েছেন, আপনারা আমার শক্তি, আপনারা আমার সব কাজের উৎসাহ। আপনারা যদি আমার পাশে থাকেন, আমি যেকোনো অসম্ভবকেই ইনশাল্লাহ করে দেখাতে পারব।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার ইনজুরি তালিকায় যুক্ত আরেক তারকা Jan 20, 2026
img
মালয়েশিয়ার রাজার কাছে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ Jan 20, 2026
img
প্রবাসীদের সুযোগ কমছে, দুই খাতে ৬০ শতাংশ কর্মী সৌদির হতে হবে Jan 20, 2026
img
চানখারপুলে ৬ হত্যা মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি Jan 20, 2026
img
পে স্কেলে বৈশাখী ভাতা বাড়ছে ৫০ শতাংশ Jan 20, 2026
img
কুমিল্লা-২ আসনে ইসির সীমানা অনুযায়ীই হবে নির্বাচন Jan 20, 2026
img
জিমেইলে এআই যুক্ত করল গুগল Jan 20, 2026
img
ফ্যাশন ডিজাইনের কিংবদন্তি ভ্যালেন্তিনো গারাভানি আর নেই Jan 20, 2026
img
‘নতুন বাংলাদেশ’ এর রূপরেখা তুলে ধরলেন জামায়াত আমির Jan 20, 2026
img
নির্বাচনে জয় পেলে বিশ্বস্ততার সঙ্গে কাজ করব : জামায়াত আমির Jan 20, 2026
img
৮৪টি সংস্কারের মাধ্যমে আমরা আমাদের রাষ্ট্রের মালিকানা নিশ্চিত করব: বাণিজ্য উপদেষ্টা Jan 20, 2026
img
ট্রাম্পকে ব্যঙ্গ করে ডেনমার্কে তৈরি ‘মেক আমেরিকা গো অ্যাওয়ে’ টুপি Jan 20, 2026
img
হান্নানের প্রতি আস্থা প্রকাশ করে একসঙ্গে কাজ করার ঘোষণা ১০ দলের প্রার্থীদের Jan 20, 2026
img
ফের গ্রেপ্তার ইভ্যালির রাসেল-শামীমা Jan 20, 2026
img
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থী মুজিবুর রহমানকে শোকজ Jan 20, 2026
img
পোস্টাল ভোট অ্যাপের সেটিং পরিবর্তনের নির্দেশনা ইসির Jan 20, 2026
img
সংবাদমাধ্যমগুলোর ভুল স্বীকারের ক্ষেত্রে মানুষ সততা এবং আন্তরিকতা দেখতে চায় : প্রেস সচিব Jan 20, 2026
img
চানখারপুলে ৬ হত্যা মামলায় শেষবারের মতো ট্রাইব্যুনালে ৪ আসামি Jan 20, 2026
img
লন্ডনে তিলক পরার অপরাধে স্কুল থেকে বহিষ্কৃত হিন্দু শিক্ষার্থী Jan 20, 2026
img
ভারতে বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত নিতে সময়সীমা বেঁধে দেয়নি আইসিসি: বিসিবি Jan 20, 2026