ধর্মেন্দ্রর ৭৬০ কোটির বাংলো সংস্কারের সিদ্ধান্ত সানি ও ববি দেওলের
মোজো ডেস্ক 09:51AM, Jan 20, 2026
দেওল পরিবারের অন্দরমহলে এখন উত্তেজনার হাওয়া। ধর্মেন্দ্রের প্রয়াণের পর পারিবারিক সম্পর্ক নিয়ে প্রশ্নের খেলা শুরু হয়েছে। বিশেষ করে তাঁর স্মরণসভা নিয়ে সানি-ববি ও এষা-অহানা এবং হেমা মালিনীর আলাদা আয়োজন কৌতূহল বাড়িয়েছে।
মুম্বাইয়ে সানি-ববির স্মরণসভা অনুষ্ঠিত হয়, আর দিল্লিতে হেমা মালিনী তাঁর দুই কন্যাকে নিয়ে নেতা-মন্ত্রীদের জন্য আলাদা স্মরণসভা আয়োজন করেন। উভয় অনুষ্ঠানে দুই পক্ষের উপস্থিতি থাকলেও, আলাদা আয়োজনই অনেকে ‘ফাটল’ ইঙ্গিত হিসেবে দেখেছেন।
এবার আরেকটি খবর বলছে, ধর্মেন্দ্রের সমুদ্রমুখী ৭৬০ কোটির জুহুর বাংলোতে হাতুড়ি পড়তে চলেছে। সানি ও ববি দেওল যৌথভাবে বাংলো সংস্কারের সিদ্ধান্ত নিয়েছেন। মূল কাঠামো অপরিবর্তিত রেখে, আরও একটি তলা বাড়ানো হবে। এই বিলাসবহুল বাড়ি বহু যুগ ধরে ‘হি ম্যান’-এর স্মৃতি ও বিনোদন জগতের নানা নক্ষত্রের পদধূলি ধারণ করেছে। নতুন সংস্কারের উদ্দেশ্য শুধু বাড়ি বড় করা নয়, পরিবারের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে খাপ খাওয়ানো।
দেওল ভাতৃদ্বয়ের যৌথ উদ্যোগে জুহুর বাংলোতে নয়া চেহারা আসতে চলেছে, যেখানে প্রাচীন স্মৃতির সঙ্গে আধুনিক বিলাসিতা মিলিত হবে।