টলিপাড়ার ‘ব্রাত্য’ অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য মাসখানেকের গোপনীর পর ফের আলোচনায়। দেব-শুভশ্রী এই বিষয়টিকে কাজে ফেরানোর উদ্যোগে সচেষ্ট। সম্প্রতি টলিপাড়ায় খবর ছড়িয়েছে, দেশের সবচেয়ে আলোচিত জুটি ‘দেশু’ ছবিতে অনির্বাণকে দেখা যেতে পারে। স্ক্রিনিং কমিটির বৈঠকের পরও দেব অনির্বাণের কাস্টিং নিয়ে ধোঁয়াশা রেখে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তবে সোমবারের ফেসবুক লাইভে দেব অবশেষে বিষয়টি পরিষ্কার করে দেন।
দেব জানান, ফেডারেশনের সঙ্গে অনির্বাণের মনোমালিন্য থাকা সত্ত্বেও তিনি চান শিল্পীরা সুস্থভাবে কাজ করতে পারেন। অনির্বাণকে এক বছরের জন্য ব্যান করা বহু কাজ বন্ধের কারণ হয়েছে। দেব বলেন, “একজন শিল্পীর কাছে সম্মান ছাড়া আর কী আছে! সম্মান চলে গেলে শিল্পী ন্যাংটো হয়ে যায়। তাই আমি চাই অনির্বাণ কাজ করুক।”
শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও দেবের সঙ্গে একমত প্রকাশ করেন। তিনি বলেন, “অনির্বাণদার মতো প্রতিভাবান একজন অভিনেতা আমাদের ইন্ডাস্ট্রির গর্ব। যা যারা বন্ধ করেছিলেন, তাঁদের বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত।” দেশুর পুজোর সিনেমায় অনির্বাণের অংশগ্রহণের ইঙ্গিতও লাইভে পাওয়া গেছে।
এই মুহূর্তে দর্শক, ভক্ত এবং টলিপাড়া সবাই কৌতূহলমুখর। অনির্বাণের ইঙ্গিতপূর্ণ সামাজিক পোস্টও বিতর্ককে উস্কে দিয়েছে। ‘রঘু ডাকাত’-এর মতো অতীতের ছাড়ের পর এবার দেশের প্রিয় অভিনেতার কপাল ফের খুলবে কি না, সেটাই এখন নজরকাড়া বিষয়।
কেএন/টিকে