চানখারপুলে ৬ হত্যা মামলায় শেষবারের মতো ট্রাইব্যুনালে ৪ আসামি

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় চার আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ চারজন পলাতক রয়েছেন। তাদের অনুপস্থিতিতেই আজ রায় ঘোষণা হবে।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) এ রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন সকাল পৌনে ১০টার পর কড়া নিরাপত্তায় কারাগার থেকে প্রিজনভ্যানে করে চার আসামিকে ট্রাইব্যুনালে আনে পুলিশ। এ মামলায় আজই শেষবারের মতো তাদের আনা হয়েছে। তারা হলেন- শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ‍ও মো. নাসিরুল ইসলাম।

হাবিব ছাড়া পলাতক অন্যরা হলেন- ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

এদিকে, চানখারপুলে ছয় হত্যা মামলার রায় ঘিরে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা বাড়ানো হয়েছে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায়। পুলিশের পাশাপাশি বিজিবি-র‌্যাবও রয়েছে সতর্ক অবস্থানে।

পুনর্গঠিত ট্রাইব্যুনালের এটি প্রথম মামলা হলেও রায়ের দিক থেকে দ্বিতীয়। ঘটনাটি ২০২৪ সালের ৫ আগস্টের। ভুক্তভোগী তথা শহীদ হয়েছেন শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়া। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ২১ এপ্রিল প্রসিকিউশনের কাছে ৯০ পৃষ্ঠার প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা।

প্রতিবেদনটি যাচাই-বাছাই শেষে ২৫ মে ট্রাইব্যুনাল-১ এ ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। একই দিন অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর প্রসিকিউশন ও আসামিপক্ষের শুনানি শেষে ১৪ জুলাই অভিযোগ গঠনের মাধ্যমে আটজনের বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয় ১১ আগস্ট। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন শহীদ আনাসের বাবা শাহারিয়ার খান পলাশ। তদন্ত কর্মকর্তাসহ ২৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয় ১০ ডিসেম্বর। ১৫ ডিসেম্বর শুরু হয় যুক্তিতর্ক। প্রসিকিউশন-আসামিপক্ষের যুক্তি-পাল্টা যুক্তি খণ্ডন শেষে ২৪ ডিসেম্বর রায়ের তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় জব্দ তালিকা হিসেবে ১৯টি ভিডিও, পত্রিকার ১১টি প্রতিবেদন, দুটি অডিও, বই ও ১১টি প্রতিবেদন, ছয়টি মৃত্যু সনদ সংযুক্ত করা হয়েছে।

পিএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
এক যুগ পর বালামের নতুন অ্যালবাম Jan 20, 2026
img
বাংলাদেশে ২ লাখ টন চাল আমদানির অনুমতি, খুশি ভারতীয় ব্যবসায়ীরা Jan 20, 2026
img
বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন Jan 20, 2026
img
রাষ্ট্রদ্রোহ আইন বাতিল চেয়ে হাইকোর্টে রিট Jan 20, 2026
img
এবার অস্ট্রেলিয়ার পর শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার কথা ভাবছে যুক্তরাজ্য Jan 20, 2026
img
বিপিএলে টিকে থাকার লড়াই, সিলেটের বিপক্ষে ব্যাটিংয়ে রংপুর Jan 20, 2026
img
অতিরিক্ত প্রোমোশনের বিশ্বাসী নন অভিনেত্রী মিমি চক্রবর্তী Jan 20, 2026
img
পাপুয়া নিউগিনিকে দাপটের সঙ্গে হারিয়ে বিশ্বকাপের দৌড়ে বাংলাদেশ Jan 20, 2026
img
তারেক রহমানের সঙ্গে ৩ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ Jan 20, 2026
img
ভক্তের ফোন কেড়ে নিলেন শাহরুখ, নামিয়ে দিলেন মঞ্চ থেকে Jan 20, 2026
img
কুয়েতের গভর্নরেটেরের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ Jan 20, 2026
img
মুক্তিযুদ্ধ ও মুজিববর্ষের বই প্রকাশ-সরবরাহের নামে অর্থ আত্মসাৎ, দুদকের অভিযানে প্রমাণিত Jan 20, 2026
img
শুধু দল নয়, বাংলাদেশের মানুষ থেকে মন্ত্রী বানাব: মোহাম্মদ তাহের Jan 20, 2026
img
দেশের সংকটকালে জিয়া পরিবারই বারবার জাতির হাল ধরেছে : খায়রুল কবির Jan 20, 2026
img
হাইকোর্টে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসানের রিট শুনানি বুধবার Jan 20, 2026
img
তারেক রহমানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Jan 20, 2026
img
সব বিতর্ক ছাপিয়ে আজ শুরু হচ্ছে বিপিএলের প্লে-অফ Jan 20, 2026
img
নানা প্রপাগাণ্ডা রুখতে যুক্তির মাধ্যমে এগিয়ে যাবে দল: মো. তাহের Jan 20, 2026
img
নিহত র‍্যাব কর্মকর্তার জানাজা দুপুরে, উপস্থিত থাকবেন ডিজি Jan 20, 2026
img
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, প্রতীক বরাদ্দ কাল Jan 20, 2026