আফকনের ফাইনাল ছিল নাটকীয়তায় ভরা। নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর ইনজুরি টাইমে আক্ষেপে পুড়েছে সেনেগাল ও মরক্কো- দুই দলই। এই সময়ে সেনেগালের একটি গোল বাতিল হয়, তারপর বিতর্কিত পেনাল্টি থেকে গোল করতে পারেননি মরক্কোর ব্রাহিম দিয়াজ। তার দুর্বল পানেনকা শট সেনেগালি কিপার এদুয়ার্দো মেন্দির হাতে সহজেই জমা পড়ে। অতিরিক্ত সময়ে গুয়েইর একমাত্র গোলে চ্যাম্পিয়ন হয় সেনেগাল।
দিয়াজের পেনাল্টি মিসের খেসারত দিতে হয়েছে মরক্কোকে। যদিও একটি কর্নার থেকে তাকে বক্সের মধ্যে ফাউল করার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠজুড়ে। মরক্কোর খেলোয়াড়দের জোরালো দাবির মুখে রেফারি পেনাল্টি দিলে এর বিরোধিতা করে সেনেগাল। মাঠ থেকে উঠেও যায়। শেষ পর্যন্ত প্রায় ১৫ মিনিট বন্ধ থাকার পর খেলা শুরু হয়। তারপরই দিয়াজের সেই ব্যর্থ প্রচেষ্টা।
রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার ফাইনাল হারের পরের দিন ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট দেন। সেখানেই নিজের কষ্টের অনুভূতি ব্যক্ত করেন দিয়াজ, ‘আমার হৃদয় কষ্টে ফেটে যাচ্ছে।
আপনাদের ভালোবাসা, প্রত্যেকের বার্তা, আপনাদের সমর্থনের কারণে আমি এই শিরোপার স্বপ্ন দেখেছিলাম, যেটা আমার আমাকে অনুভূতি দিয়েছিল যে আমি একা নই। আমি আমার সবটুকু দিয়ে লড়েছি, আমার অন্তর দিয়ে।’
দুঃখ প্রকাশ করে তিনি বললেন, ‘আমি ব্যর্থ এবং সব দায় আমি নিচ্ছি। এবং অন্তর থেকে আমি দুঃখ প্রকাশ করছি। এখান থেকে উঠে দাঁড়ানো আমার জন্য কঠিন, কারণ এই ক্ষত সহজে সেরে ওঠার নয়।’
সর্বোচ্চ পাঁচ গোল করে গোল্ডেন বুট জেতা দিয়াজ এই ভালোবাসার প্রতিদান ফিরিয়ে দিতে চান, ‘এই ভালোবাসা যতদিন ফিরিয়ে দিতে না পারি এবং মরক্কানদের জন্য গর্ব হতে না পারি, ততদিন আমি লড়াই করে যাব।’
আরআই/টিকে