এ সরকার পুরোপুরি নিরপেক্ষ না: গণশিক্ষা উপদেষ্টা

সরকার পুরোপুরি এক অর্থে নিরপেক্ষ না। এই সরকার জুলাই অভ্যুত্থানের পক্ষের সরকার বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গণভোট প্রচারণা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে গণশিক্ষা উপদেষ্টা এ মন্তব্য করেন। জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, ‘সরকার জুলাইয়ে যে গণআকাঙ্ক্ষা প্রতিফলন ঘটলো সেটির পক্ষেই বলবে, এটিই তার কাজ। সেই অর্থে এটি পক্ষপাতহীন না, পক্ষপাতমূলক, সেজন্য হ্যাঁ বলছি। কিন্তু হ্যাঁ ভোটটা মানুষের বৃহত্তর স্বার্থে। যেন আমাদের সমাজে এক ধরনের পরিবর্তন আমরা নিয়ে আসতে পারি, এই আইনগুলো পরিবর্তনের মাধ্যমে। যেন এই দেশে গণতন্ত্র বহাল থাকে। যেন বৈষম্যগুলো তীব্র না হয়ে ওঠে, বৈষম্যগুলোর অবসান হয়, বৈষম্যগুলো কমে আসে।’

অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘সরকার মনে করে, যে প্রস্তাবগুলো রেখে গণভোট দেয়া হয়েছে, জনগণ যদি হ্যাঁ ভোট দেয়, তাহলে একটি গুরুত্বপূর্ণ ম্যান্ডেট আসবে।

রাজনৈতিক দলগুলোর মধ্যে যারাই ক্ষমতায় আসুক না কেন, তারাই বিষয়গুলো বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। এই বিবেচনা থেকেই এই গণভোটের আয়োজন এবং আমরা হ্যাঁ ভোট দেয়ার জন্য বলছি।’

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, ‘জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যই আমাদের এই আয়োজন। তাই সরকারের পক্ষে থেকে গণভোটে সবার অংশ নিয়ে পরিবর্তনের পক্ষে হ্যাঁ ভোট দেয়ার আহ্বান জানানো হচ্ছে।’

তিনি বলেন, ‘হ্যাঁ ভোটে আমাদের দেশটাকে গণতান্ত্রিক ও বৈষম্যহীন দেশ হিসেবে গড়ে তুলতে পারব। সরকারের পক্ষ থেকে এটিই আমাদের আহ্বান।’

সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য তিনি আরও বলেন, ‘আপনারা আপনাদের নিরপেক্ষতা বজায় রাখবেন। আপনারা কোন দলের পক্ষে কাজ করবেন না। আপনি যদি কোনো দলের পক্ষে কাজ করেন, তাহলে আপনার নৈতিক শক্তির অবক্ষয় ঘটবে এবং মানুষের চোখেও ছোট হয়ে যাবেন। সর্বোপরি, ভালোভাবে ভোট পরিচালনা করতে পারবেন না।’

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে জানিয়ে ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক রাখা না যায়, তাহলে ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন না৷ মানুষ  যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যেতে আগ্রহী হয় সেটাও দেখতে হবে। তাই হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে যাওয়ার আহ্বান জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা।

সভায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদের সভাপতিত্বে গণভোট প্রচারণা বিষয়ক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন: পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খাইরুল ইসলাম, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এবং সরকারি দফতরের কর্মকর্তারা।

এমআই/এসএন

Share this news on:

সর্বশেষ

img
রমজানের আগেই এলপিজির সংকট কাটাতে জ্বালানি উপদেষ্টার নির্দেশনা Jan 20, 2026
img
দেশের প্রকৃত মালিক জনগণ : আলী ইমাম মজুমদার Jan 20, 2026
img
বিশ্বকাপের আগে মন্থর উইকেটে খেলা নিয়ে লিটনের মন্তব্য Jan 20, 2026
img
পোস্টাল ব্যালট নিয়ে অনেকেই না বুঝে বিভ্রান্তি ছড়াচ্ছেন : সিইসি Jan 20, 2026
img
জনপ্রিয়তা দেখে প্রার্থী বদল করেও ক্ষান্ত হয়নি কিছু গোষ্ঠী : ডা. খালিদ Jan 20, 2026
img
শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ৬২ সদস্য Jan 20, 2026
img
প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে: আইজিপি বাহারুল আলম Jan 20, 2026
img
পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে এখন কারাগারে Jan 20, 2026
img
সরকারি ঋণের চাহিদা পূরণে পুঁজিবাজারে জোর দেবো : আমীর খসরু Jan 20, 2026
img
দেশ কীভাবে চলবে, তা নির্ভর করে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার ওপর: আলী ইমাম মজুমদার Jan 20, 2026
img
সোশ্যাল মিডিয়ায় ১২টা বাজিয়ে দিচ্ছে: সিইসি Jan 20, 2026
img
৪০ ফুট বরফে চাপা পড়েছে রাশিয়ার কামচাটকা অঞ্চল Jan 20, 2026
img
ঝুঁকি থাকলেও ভালো কাজ থেমে থাকবে না, বললেন দেবপ্রসাদ Jan 20, 2026
img
সবকটি উইকেটের বিনিময়ে ১৩৩ রানের লড়াকু পুঁজি পেল রাজশাহী ওয়ারিয়র্স Jan 20, 2026
img

পরিদর্শনে প্রধান উপদেষ্টা

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর গোটা পৃথিবীর এক নজিরবিহীন দৃষ্টান্ত Jan 20, 2026
img
ঘুরে দাঁড়ানোর ম্যাচে বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ Jan 20, 2026
img
৮৫ বছরের অভিনেতা ফিরলেন প্রেমিকার কাছে Jan 20, 2026
img
মরিশাসের সাথে যুক্তরাজ্যের শাগোস চুক্তি বোকামি ও দুর্বলতা: ট্রাম্প Jan 20, 2026
img
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা Jan 20, 2026
img
২৯৯ ভোটকেন্দ্রে নেই বিদ্যুৎ, বিকল্প ব্যবস্থা রাখার নির্দেশ প্রেস সচিবের Jan 20, 2026