দক্ষিণের জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমারের সংসারে আসতে চলেছে নতুন অতিথি। ব্যস্ততা আরো বাড়তে চলেছে শাহরুখের এ ‘জওয়ান’ নির্মাতার জীবনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্বিতীয় সন্তানের আগমনের সুখবর জানালেন তিনি ও তাঁর স্ত্রী প্রিয়া অ্যাটলি।
সোমবার (২০ জানুয়ারি, ২০২৬) সোশ্যাল মিডিয়ায় এক যৌথ পোস্টের মাধ্যমে দ্বিতীয়বার গর্ভাবস্থার ঘোষণা করেন এই তারকা দম্পতি।
ইনস্টাগ্রামে শেয়ার করা কয়েকটি ম্যাটারনিটি শুটের ছবি প্রকাশ করে অ্যাটলি ও প্রিয়া লেখেন, “আমাদের ঘর আরো উষ্ণ হতে চলেছে নতুন এক সদস্যের আগমনে। আপনাদের সবার আশীর্বাদ, ভালোবাসা ও প্রার্থনা চাই। ভালোবাসাসহ— অ্যাটলি, প্রিয়া, মীর, বেকি, ইউকি, চক্কি, কফি ও গুফি।”
শেয়ার করা ছবিগুলিতে দেখা যায়, প্রিয়া গর্বের সঙ্গে তাঁর বেবিবাম্প প্রদর্শন করছেন, পাশে হাসিমুখে বসে রয়েছেন অ্যাটলি।
বিশেষ নজর কাড়ে তাঁদের তিন বছরের ছেলে মীর— মায়ের মতোই ভঙ্গিতে পোজ দিতে দেখা যায় তাকে।
পরের ছবিগুলোতে দম্পতির ভালোবাসামাখা মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায়। সবশেষ ছবিতে রয়েছে পরিবারের পাঁচ পোষ্য—বেকি, ইউকি, চক্কি, কফি ও গুফি—যা পুরো ফ্রেমটিকে আরো উষ্ণ করে তুলেছে।
সুখবর প্রকাশের পরপরই শুভেচ্ছায় ভাসতে শুরু করে অ্যাটলি-প্রিয়ার কমেন্ট সেকশন।
দক্ষিণী তারকা কীর্তি সুরেশ লেখেন, “অভিনন্দন আমার প্রিয়জনেরা! নাইক আর কেনির পক্ষ থেকে অনেক ভালোবাসা।”
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর একাধিক লাল হৃদয়ের ইমোজি দিয়ে তাঁদের ‘বেস্ট’ বলে উল্লেখ করেন। সামান্থা রুথ প্রভুও শুভেচ্ছা জানিয়ে লেখেন, “খুব সুন্দর! অভিনন্দন, আমার সুন্দরী মামা।” বীর পাহাড়িয়াও ‘দ্য লিস’-কে শুভেচ্ছা জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
প্রসঙ্গত, ২০১৪ সালের ৯ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন অ্যাটলি ও প্রিয়া।
দীর্ঘ দাম্পত্য জীবনের নয় বছর পর, ২০২৩ সালের ১৩ জানুয়ারি তাঁদের প্রথম সন্তান মীরের জন্ম হয়। এবার দ্বিতীয় সন্তানের আগমনের খবরে ফের একবার আনন্দে ভাসছে অ্যাটলি পরিবার।
সূত্র: পিঙ্কভিলা
এসএন