খুলনার ৬টি আসনে মোট বৈধ ৪৩ প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামীসহ ৫ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রত্যাহারের শেষ দিনে খুলনা-১ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের ফিরোজুল ইসলাম, খুলনা-২ এর খেলাফতে মজলিসের মো. শহিদুল ইসলাম, খুলনা-০৩ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের হারুনুর রশীদ, খুলনা-৪ এ জামায়াত প্রার্থী মো. কবিরুল ইসলাম, খুলনা-৫ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুল কাইয়ুম জমাদ্দার তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন।
এর ফলে এখন ৬টি আসনে ৩৮ জন বৈধ প্রার্থী নির্বাচনী দৌড়ে টিকে থাকলেন। প্রত্যাহার করা প্রার্থীরা বলছেন, জোটের সিদ্ধান্ত অনুযায়ী তারা কাজ শুরু করেছেন। সবাই মিলে নির্ধারিত প্রার্থীকে বিজয়ী করতে কাজ করবেন তারা।
এ বিষয়ে খুলনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকার বলেন, ‘সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে কাজ চলছে। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার প্রতীক বরাদ্দের পর থেকে শুরু হবে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার প্রচারণা।’
এমআই/এসএন