ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর ওপর ইমারজেন্সি লেনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জামালদি এলাকায় মেঘনা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম সুরমা আক্তার (২১)। তিনি গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের আড়ালিয়া গ্রামের জাকির হোসেনের মেয়ে।
নিহতের স্বজনরা জানান, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে অটোরিকশায় করে ইমারজেন্সি লেন দিয়ে নিজ গ্রাম আড়ালিয়ায় ফিরছিলেন সুরমা আক্তার। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে সুরমা আক্তার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আহত দুইজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম আখন্দ জানান, ট্রাক চালক ও হেলপারকে স্থানীয় জনতা আটক করেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
টিজে/এসএন