আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঢাকা-১০ আসনে ধানের শীষে প্রতীক পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। অন্যদিকে, জামায়াতের মনোনীত প্রার্থী মো. জসীম উদ্দিন সরকার দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকে চিঠি পেয়েছেন রবিউল-জসীম।
প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিএনপির রবিউল আলম বলেন, আগামীর বাংলাদেশ কীভাবে চলবে সেটার জন্য এই নির্বাচন গুরত্বপূর্ণ। সুষ্ঠু নির্বাচন নিয়ে আমরা আশাবাদী। আমি মনে করি নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে, এটাকে আরও নিশ্চিত করবে নির্বাচন কমিশন।
রাজধানীর কড়াইলের বস্তিতে বড় বড় ভবন করে তাতে ছোট ছোট ফ্ল্যাট করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির চেয়ারম্যানের এই প্রতিশ্রুতির সমালোচনা করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এছাড়া বিএনপির ফ্যামিলি কার্ডের বিষয়ে প্রতিপক্ষ সমালোচনা করছে, এটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন কিনা-জানতে চাইলে রবিউল আলম বলেন, কী করতে চাই সেটা বলতে পারব না? জনগণের জন্য বিএনপি কী করবে সেটা তো প্রার্থীরা বলবে, এটাতো দোষের কিছু না। যদি এটা আচরণবিধি লঙ্ঘন হয়ে থাকে সেটা নির্বাচন কমিশন দেখবে। ইসিকে সজযোগিতা করবে বিএনপি।
জামায়াতের প্রার্থী জসীম উদ্দিন বলেন, আশা করি, নির্বাচনের পরিবেশ অবাধ ও সুষ্ঠু করার জন্য নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। আর যেন কোনো অনাকাঙ্খিত ঘটনা না ঘটে তারা দেখবেন। কিছুটা উদ্বেগ আমাদের রয়েছে। আমাদের নারী কর্মীদের ওপর হামলা করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশন দায়িত্ব নিলে সমস্যার সমাধান হবে।
জামায়াতের নারী কর্মীদের বিরুদ্ধে অভিযোগ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নারী কর্মীর বিরুদ্ধে যে অভিযোগ তা সম্পূর্ণ মিথ্যা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষে আজ (বুধবার) প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক পাওয়ার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রার্থীরা।
ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একইদিনে পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হবে।
টিজে/এসএন