আমি হাঁস প্রতীক পেয়েছি। হাঁস প্রতীককে ধান খাইয়ে এই আসনে জয়ী হবো। এই আসনটি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চাই বলে জানিয়েছেন কিশোরগঞ্জ–৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে হাঁস প্রতীক বরাদ্দ পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘হাঁস প্রতীক নিয়ে ধানের শীষের প্রার্থীকে পরাজিত করে তিনি এই আসনে জয়ী হবেন। বিজয়টি তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চান।’
শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, ‘প্রথমে আমাকে ধানের শীষ প্রতীক দেয়া হয়েছিল। কিন্তু রাতের আঁধারে একজনকে দলে যোগদান করিয়ে সেই প্রতীক আমার কাছ থেকে কেড়ে নেয়া হয়। এতে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। জনগণের দাবির মুখে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি।’
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, ‘প্রায় ২৫ বছর ধরে তিনি মাঠের রাজনীতিতে সক্রিয়। দীর্ঘদিনের ত্যাগ ও পরিশ্রমের ফল অন্য কেউ কেড়ে নিতে পারেন না। দলের তৃণমূল থেকে শুরু করে অধিকাংশ নেতাকর্মী তার পাশেই রয়েছেন বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, ‘নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে বিপুল ভোটে তিনি জয়লাভ করবেন। জনগণই তার শক্তি, জনগণের রায়েই তিনি বিজয়ী হবেন।’
কিশোরগঞ্জ–৫ আসনে শেখ মুজিবুর রহমান ইকবাল ছাড়াও ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ এহসানের হুদাসহ মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রসঙ্গত, কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলা নিয়ে গঠিত ছয়টি সংসদীয় আসনে মোট ৪৮ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এর মধ্যে বিএনপির দুজন বিদ্রোহী প্রার্থীসহ আটজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এমআর/টিএ